For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মী স্বার্থের কথা চিন্তা! গ্র্যাচুয়িটি নিয়ে বড় সুপারিশ সংসদীয় কমিটির

কর্মী স্বার্থের কথা চিন্তা! গ্র্যাচুয়িটি নিয়ে বড় সুপারিশ সংসদীয় কমিটির

  • |
Google Oneindia Bengali News

এবার গ্র্যাচুইটি আইনে পরিবর্তন করতে চলেছে সরকার। সংসদীয় কমিটির সুপারিশের জেরে সেই সম্ভাবনাই দেখা দিয়েছে। সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, একবছর টানা চাকরি হলেই গ্র্যাচুইটির সুবিধা পাবেন কর্মীরা। বর্তমানে কোনও সংস্থায় পাঁচবছর টানা চাকরি করলে গ্র্যাচুইটির সুবিধা পাওয়া যায়।

অতিমারী পরিস্থিতির জেরে নতুন চিন্তা

অতিমারী পরিস্থিতির জেরে নতুন চিন্তা

দেশব্যাপী অতিমারীর জেরে সারা দেশে বহু সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। ফলে এই নতুন চিন্তা এসেছে। অন্যদিকে, অনেক সময় নিয়োগকর্তা তাদের কর্মীদের ৫ বছর পূর্ণ হওয়ার আগেই বরখাস্ত করে দেন। তাঁরাও এই সুবিধা পাবেন। এই সংসদীয় কমিটির প্রধান বিজু জনতা দল সাংসদ ভার্তুহরি মেহতাব।

সবাইকেই গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ

সবাইকেই গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ

এই প্যানেলের অপর সুপারিশের মধ্যে রয়েছে, সব কর্মীকেই গ্র্যাচুইটি দেওয়ার কথা। তালিকায় রয়েছে কনট্র্যাক্ট লেবার, সিজনাল ওয়ার্কার, পিস রেট ওয়ার্কার, ডেইলি/মান্থলি ওয়েজ ওয়ার্কার।

 লোকসভার স্পিকারের কাছে রিপোর্ট পেশ

লোকসভার স্পিকারের কাছে রিপোর্ট পেশ

এই সংক্রান্ত সুপারিশ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হয়েছে ৩১ জুলাই। কোড অফ সোশ্যাল সিকিউরিটি ২০১৯ নিয়ে যে সুপারিশ রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবেই গ্র্যাচুইটি আইনের সংশোধনের সুপারিশ করা হয়েছে।

রাখা হয়েছে হিসেবের কথাও

রাখা হয়েছে হিসেবের কথাও

গ্র্যাচুইটি কীভাবে হিসেব করা হবে সেই ফর্মুলাও কোড অফ সোশ্যাল সিকিউরিটিতে স্পষ্ট উল্লেখ রাখার কথা বলা হয়েছে।

দুর্যোগে সিপিএম-এর কর্মীরা মানুষের পাশে! সিপিএম-এর নিউ নর্মালের ব্যাখ্যা দিলেন সূর্যকান্ত দুর্যোগে সিপিএম-এর কর্মীরা মানুষের পাশে! সিপিএম-এর নিউ নর্মালের ব্যাখ্যা দিলেন সূর্যকান্ত

English summary
Parliamentary committee suggests criteria of Gratuity should be reduced to one year in place of five year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X