For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ ইস্যুতে কেন্দ্রের উপর বিশ্বাস নেই? গালওয়ানে ভারত-চিন সীমান্তে যাবেন রাহুল গান্ধী!

Google Oneindia Bengali News

গালওয়ান এবং প্যানগং সো সংলগ্ন ভারত-চিন সীমান্তে যেতে পারে সংসদীয় কমিটি। উল্লেখ্য, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, এসিপি প্রধান শরদ পাওয়ার। এই কমিটির সদস্যরাই লাদাখে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে পারে বলে খবর মিলেছে। এর আগে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে লাদাখে কোনও জমি চিনের 'দখলে' যায়নি। তবে এই কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না রাহুল গান্ধী তথা বিরোধীরা। এই পরিস্থিতিতে সংসদীয় কমিটি লাদাখ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন রাহুল

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন রাহুল

এর আগে লাদাখে চিনের সঙ্গে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে শুক্রবার সকালেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ সঙ্গেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেই অভিযোগের জবাব দেওয়া হল৷ সেই জবাবে জানানো হয়েছিল যে চিন ভারতের কোনও এলাকা দখল করতে পারেনি৷ আর এই সমস্যার সমাধান হতে এখনও বাকি আছে৷

'ভারতকে কোনও এলাকা হারাতে হয়নি'

'ভারতকে কোনও এলাকা হারাতে হয়নি'

প্রতিরক্ষামন্ত্রকের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছিল যে, 'এই চুক্তিতে ভারতকে কোনও এলাকা হারাতে হয়নি৷ পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থা ভেঙে কোনও পক্ষই যাতে একতরফা ভাবে কোনও পরিবর্তন করতে না পারে সেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে৷' একই সঙ্গে ওই বিবৃতিতে জানানো হয় যে এই বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে স্পষ্ট করে জানিয়েছেন৷

সেনা সরানো নিয়ে ভারত ও চিনের মধ্যে চুক্তি

সেনা সরানো নিয়ে ভারত ও চিনের মধ্যে চুক্তি

বৃহস্পতিবারই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সরানো নিয়ে ভারত ও চিনের মধ্যে ঐকমত্যের বিষয়টি সামনে আসে৷ তার পর শুক্রবারই এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তাঁর অভিযোগ, চিনের কাছে ভারত এলাকা হারিয়েছে৷ ভারতীয় সেনা প্যাংগং সো এর ফিঙ্গার ৩ এ মোতায়েন রয়েছে৷

ভারতীয় সেনাকে অসম্মান করছেন রাহুল!

ভারতীয় সেনাকে অসম্মান করছেন রাহুল!

ফিঙ্গার ৪-এই সাধারণত ভারতীয় সেনা মোতায়েন থাকে, রাহুলের এই দাবি অস্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রক৷ তাদের দাবি, ভারতীয় সেনার আসল অবস্থান ফিঙ্গার ৮ এ৷ ফিঙ্গার ৪ এ নয়৷ এর সঙ্গে রাহুলকে আক্রমণ করে প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে যারা লাদাখের এই সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা ভারতীয় সেনাকে অসম্মান করছেন৷

<strong>নীতীশের নির্দেশে বুলডোজার চলল পিকের বাড়ির উপর, কী কারণে ভাঙা হল ভবনের একাংশ?</strong>নীতীশের নির্দেশে বুলডোজার চলল পিকের বাড়ির উপর, কী কারণে ভাঙা হল ভবনের একাংশ?

English summary
Parliamentary Committee on Defence decided to go to Ladakh's Galwan, Rahul Gandhi a member
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X