For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকার আলোচনায় ভয় পাচ্ছে! সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পাশের পদ্ধতি নিয়ে মোদীকে নিশানা রাহুলের

সংসদে (Parliament) যে কোনও আলোচনাতেই ভয় পাচ্ছে মোদী (Narendra Modi) সরকার। এদিনের সংসদে শীতকালীন অধিবেশনের (Winter Session) প্রথম দিনের শেষে সাংবাদিকদের সামনে এমনটাই প্রতিক্রিয়া কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর

  • |
Google Oneindia Bengali News

সংসদে (Parliament) যে কোনও আলোচনাতেই ভয় পাচ্ছে মোদী (Narendra Modi) সরকার। এদিনের সংসদে শীতকালীন অধিবেশনের (Winter Session) প্রথম দিনের শেষে সাংবাদিকদের সামনে এমনটাই প্রতিক্রিয়া কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। প্রসঙ্গত এদিনই সংসদের উভয় কক্ষে কৃষি আইন প্রত্যাহার বিল ( arm laws repeal bill) পাশ করিয়েছে সরকার। দুই কক্ষেই টেবিলে বিল রাখার পরেই তা পাশ করানোর কথা ঘোষণা করা হয়।

সরকারের পদক্ষেপের নিন্দায় রাহুল

সরকারের পদক্ষেপের নিন্দায় রাহুল

এদিন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তরফে প্রথমে লোকসভা এবং পরে রাজ্যসভায় তিন কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করানো হয়। তবে এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তিনি এদিন অধিবেশ শেষে বলেছেন, আগে সরকারের কাছে বিরোধীদের দাবি ছিল তিন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এদিন সরকার তা করেছে। কিন্তু তা করা হয়েছে কোনও রকমের আলোচনা ছাড়াই। তিনি কটাক্ষ করে বলেছেন, সরকার সংসদে কোনও ধরনের আলোচনা চালাতেই ভয় পাচ্ছে।

কেন্দ্রীয় সরকার কৃষকদের শক্তি দেখেনি

কেন্দ্রীয় সরকার কৃষকদের শক্তি দেখেনি

২০২০-র সেপ্টেম্বর তিনটি কৃষি আইন সংসদে পেশ হওয়া এবং পরে তার আইনে পরিণত হওয়ার পরে ২৬ নভেম্বর থেকে দিল্লির অদূরে সিঙ্ঘু সীমান্তে ধরনায় বসেন মূলত পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশের কৃষকরা। শীতের মধ্যে জল কামান দিয়েও তাঁদের তুলতে পারেনি সরকার। প্রায় ৭০০ জন আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়। ১৯ নভেম্বর গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, তিন কৃষি আই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তিনি আন্দোলনরত কৃষকদের ক্ষেতে ফেরত যেতে আবেদন করেন। যদি কৃষকরা তা শোনেননি।
এদিন কৃষকদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের জনগণের প্রতিনিধিত্বকারী কৃষকদের ক্ষমতার মুখোমুখি হয়নি। সামনে কয়েকটি রাজ্যের নির্বাচনে কৃষকরা তাঁদের মনোভাবেন জানান দেবেন।

বিরোধীদের প্রতিবাদের মধ্যেই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

বিরোধীদের প্রতিবাদের মধ্যেই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

আগে থেকেই ঠিক ছিল এদিন সংসদের উভয় কক্ষেই কৃষি আই প্রত্যাহার বিল পাশ করানো হবে। বিরোধীদের তরফে দাবি করা হয়েছিল আলোচনার পরেই তা পাশ করানো হোক। যদিও সরকারের তরফে এই দাবি মানা হয়নি। বিরোধী হট্টগোলের মধ্যেই লোকসভা ও রাজ্যসভায় কৃষি আই প্রত্যাহার বিল পাশ করিয়ে নেয় সরকার।

 সকালে কংগ্রেসের ধরনা মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে

সকালে কংগ্রেসের ধরনা মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে

এদিন দিনের শুরুতে দলের সভানেত্রী সনিয়া গান্ধী-সহ কংগ্রেস সাংসদরা সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন। ধরনায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধীও। তিন কৃষি আই প্রত্যাহারের দাবি তোলা হয়েছিল সেই ধরনা থেকে।

সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করেও প্রতীক প্রত্যাহার তৃণমূলের! প্রচার শুরু করেও বিড়ম্বনায় তনিমাসুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করেও প্রতীক প্রত্যাহার তৃণমূলের! প্রচার শুরু করেও বিড়ম্বনায় তনিমা

English summary
As Govt passes farm laws repeal bill without any discussion, Congress's Rahul Gandhi criticises Govt over this matter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X