For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: আজ সংসদে পেশ হতে চলেছে ২টি বিল, বক্তব্য রাখতে পারেন কেন্দ্রীয় নির্মলা সীতারমন

সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) ৬ ডিসেম্বর। কী কী বিল পেশ করা হবে সংসদ অধিবেশনে এক নজরে জেনে নিন

Google Oneindia Bengali News

সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) ৬ ডিসেম্বর। আজ লোকসভায় ও পেশ হত চলেছে ২টি বিল। বক্তব্য রাখতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফের উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ। গত সপ্তাহে সংসদের দুই কক্ষে উত্তাল হয়ে উঠেছিল। ১২ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে উত্তাল হতে পারে লোকসভা এবং রাজ্যসভা।

সংসদ অধিবেশনে কী হতে চলেছে আজ

আজ ফের সেই ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ। আজ সংসদের ষষ্ঠতম দিন। ওমিক্রন ইস্যুতেও উত্তাল হয়েছিল সংসদ অধিবেশন। ইতিমধ্যেই দেশের একাধিক জায়গায় ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। কর্নাটকের ২ ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে। তারপরে আবার মহারাষ্ট্রে ৭ জন এবং রাজস্থানে ৩ জনের শরীরে ওমিক্রণ ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। এই ইস্যুতে আজ ফের উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ। মোদী সরকারের ব্যবস্থাপনার অভাবের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে সেই দাবিতেই উত্তাল হতে পারে সংসদ অধিবেশনের দুই কক্ষ।

আজ সংসদে পেশ করা হতে পারে ২টি বিল। স্যারোগেসি বিল এবং অ্যাসিস্টেড অ্যান্ড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বিল পেশ করা হতে রারে সংসদে। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে সংসদে। একই সঙ্গে বিরোধীরা আজ ফের বৈঠক করতে পারেন। ১২ জন সাংসদের সাসপেনশনের দাবিতে উত্তাল হতে পারে দুই কক্ষ। এদিকে সচিবালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিরোধীদের বিক্ষোভের জেরে ৫২.৩০ শতাংশ সময় নষ্ট হয়েছে। গত বাদল অধিবেশনেও উত্তাল হয়ে উঠেছিল। সংসদ অধিবেশন। বিরোধীদের বিক্ষোভের জেরে নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে দিতে হয়েছিল সংসদের বাদল অধিবেশন। সেকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের বার্তা দিেয়ছিলেন অকারণে বিক্ষোভ দেখিয়ে যেন অধিবেশন বন্ধ করার পরিস্থিতি তৈরি না করেন তাঁরা। সরকার সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলে জানিয়েছিেন তিনি।

কিন্তু প্রধানমন্ত্রীর বার্তাই সার। সেদিন থেকেই উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষের অধিবেশন। আজ আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বক্তব্য রাখতে পারেন সংসদে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সি বিল আনার তোরজোর শুরু করে িদয়েছেন মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বক্তব্য রাখার সময় উত্তাল হতে পারে সংসদ। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব হতে পারেন বিরোধীরা। গত কয়েক মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির পারদ চড়েছে হু হু করে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে। শাক সবজি থেকে চাল-ডাল সব জিনিসের দাম আগুন

English summary
Excepting different standing committee report in Losabha and Rajyasabha, there will be question-answer in loksabha and RajyaSabha on 6December.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X