সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: ১৩তম দিন, সংসদে পেশ হতে পারে এনডিপিসি বিল
এদিন ফের রাজ্যসভার (Rajya Sabha) সাসপেন্ডের ১২ সাংসদকে নিয়ে উত্তাল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন (winter session) । বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন শাস্তি প্রত্যাহার করা নিয়ে তাঁরা রাস্তায় নামবেন। অন্যদিকে আজ লোকসভায় এনডিপিসি বিল পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আজও সংসদের দুই কক্ষ উত্তাল হতে পারে ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে। গতাকাল এই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন। তিনি কটাক্ষ করে বলেছিলেন, মোদী সরকার গণতন্ত্রের খুন করছে। যেভাবে বিরোধীদের সংসদে বলতে দেওয়া হচ্ছে না তাতে স্পষ্ট যে দেশবাসীর কণ্ঠ রোধ করার চেষ্টা করছে মোদী সরকার এমনই অভিযোগ করেছেন তিনি।
গতকাল এই নিয়ে বিরোধী দলের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাতে সব বিরোধীদ দলের নেতারা থাকলেও ডাকা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিেয় জল্পনার পারদ চড়তে শুরু করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দেখা করেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে। বিরোধী ঐক্যের দাবিতে সরব হয়েছিলেন। কিন্তু তারপর আর কংগ্রেসকে তিনি গুরুত্ব দিতে চাননি। উল্টে তিনি দাবি করেছেন কংগ্রস বিজেপির বিরুদ্ধে লড়াইতে তেমন গুরুত্ব দিচ্ছে না। সেকারণেই বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াইয়ের ক্ষমতা রাখে তৃণমূল কংগ্রেস।
এদিকে আজও সংসদের দুই কক্ষে একাধিক বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ১৩ তম দিন। আজ প্রথমেই সংসদের নিম্নকক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অথারাইসজ বিল অব পেমেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিেয়শন নামে বিলটি পেশ করা হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যসভাতেও এনডিপিসি বিলটি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিলটি নিয়ে গত সপ্তাহ থেকেই তোরজোর শুরু করেছে মোদীর মন্ত্রিসভা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সংসদে আসছেন না এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।