For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: সপ্তম দিন, রাজ্যসভায় ন্যাশনাল সারোগেসি বোর্ড গঠন নিয়ে আলোচনা

সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের ( Winter session) সপ্তম দিন। এদিনও রাজ্যসভা উত্তাল হতে পারে ১২ সাংসদের সাসপেনশন নিয়ে। তবে এদিন রাজ্যসভায় ন্যাশনাল সারোগেসি বোর্ড গঠন নিয়ে আলোচনার কথা সূচিতে রয়েছে। সোমবার কেন্দ

  • |
Google Oneindia Bengali News

সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের ( Winter session) সপ্তম দিন। এদিনও রাজ্যসভা উত্তাল হতে পারে ১২ সাংসদের সাসপেনশন নিয়ে। তবে এদিন রাজ্যসভায় ন্যাশনাল সারোগেসি বোর্ড গঠন নিয়ে আলোচনার কথা সূচিতে রয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে অসম রাইফেলসের গুলিতে নাগাল্যান্ডে ১৪ গ্রামবাসীর মৃত্যুর বিষয়টি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। কেন্দ্র পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানান। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী তারুর জানিয়ে দেন, ১২ সাংসদের সাসপেনশনের কারণে তিনি সংসদ টিভির অনুষ্ঠানে অংশ নেবেন না।

মঙ্গলবার লোকসভায়

মঙ্গলবার লোকসভায়

মঙ্গলবার লোকসভায় কিরণ রিজিজু হাইকোর্ট জাজেস( স্যালারিস অ্যান্ড কন্ডিশনড অফ সার্ভিস) অ্যাক্ট, ১৯৫৪ এবং সুপ্রিম কোর্ট জাজেস (স্যালারিস অ্যান্ড কন্ডিশনড অফ সার্ভিস) অ্যাক্ট ১৯৫৮ সংশোধনের জন্য পেশ করবেন।

মঙ্গলবার রাজ্যসভায়

মঙ্গলবার রাজ্যসভায়

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বিল ২০২১ পেশ করবেন। এছাড়াও তিনি সারোগেসি (রেগুলেশন) বিল ২০২০ পেশ করবেন।

বিজেপি সাংসদদের বৈঠক স্থানান্তরিত

বিজেপি সাংসদদের বৈঠক স্থানান্তরিত

এদিন সংসদের অধিবেশ শুরুর আগে বিজেপির সংসদীয় দলের বৈঠক হওয়ার কথা ছিল পার্লামেন্ট হাউজ কমপ্লেক্সে। কিন্তু তা হবে আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে। অডিটোরিয়ামে মেরামতির কাজ চলার জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।

লোকসভার অধ্যক্ষের নির্দেশ

লোকসভার অধ্যক্ষের নির্দেশ

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন সংসদে সদস্যদের প্রশ্নের উত্তর দিতে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগবন্ত কিষাণরাও কারাজ মুদ্রা লোন নিয়ে প্রশ্নের উত্তরে বলেছিলেন, তিনি তথ্য সংগ্রহ করে তা শেয়ার করবেন। সেই সময় অধ্যক্ষ বলেন, কেন এই হাউজ রয়েছে।
অন্যদিকে সংসদের আলোচনার সময় বিরোধী এবং বিজেপির সহযোগী দলগুলি আশঙ্কা প্রকাশ করেছেন নাগাল্যান্ডের ঘটনা সেখানকার শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। এদিকে রাজ্যসভার চেয়ারম্যান ফের ১২ জন সাংসদের ওপর থেকে সাসপেনশনের আদেশ প্রত্যাহার করবে না, জানিয়ে দেওয়ায় এদিন ফের বিষয়টি নিয়ে হই হট্টগোল হতে পারে।

KMC Election 2021: ইস্তেহার প্রকাশের আগেই হার! দুর্বলতা অনুসন্ধান করে বিজেপি নেতৃত্ব-প্রার্থীদের তুলধনা অমিতেরKMC Election 2021: ইস্তেহার প্রকাশের আগেই হার! দুর্বলতা অনুসন্ধান করে বিজেপি নেতৃত্ব-প্রার্থীদের তুলধনা অমিতের

English summary
Parliament winter session 2021: List of business on 07 December, discussion on National Surrogacy Board in RS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X