For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: সংসদের দুই কক্ষে বিরোধী দলের ওয়াকআউট, এক নজরে দ্বিতীয় দিন

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: রাজ্যসভা ও লোকসভায় ওয়াক আউট বিরোধীদের, একনজরে দ্বিতীয়দিনের ঘটনাবলী

Google Oneindia Bengali News

সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনও যথেষ্ট ঘটনাবহুল ছিল। ১২ জন সাংসদের সাসপেনশনের বিরোধিতায় দফায় দফায় বিক্ষোভ দেখান বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভার দুই অধিবেশনে ওয়াক আউট করা হয়। দ্বিতীয় দিনেও উত্তাল ছিল সংসদ অধিবেশনের দুই কক্ষ।

উত্তাল সংসদ

উত্তাল সংসদ

সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয়দিনও ছিল বেশ ঘটনাবহুল। প্রধানমন্ত্রী বারবার অনুরোধের পরেও প্রথম দিন থেকেই বারবার উত্তাল হয়েছিল দুই কক্ষ। দ্বিতীয়দিনেও সেই ধারা বজায় ছিল। বিরোধীরা ওয়াক আউট করেছিলেন সংসদের দুই কক্ষ। ১২ জন সাংসদের সাসপেনশন ফিরিয়ে নেওয়ার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে তাঁরা বিক্ষোভ দেখান। গতকাল কৃষি আইন বাতিলের প্রস্তাবের উপর আলোচনা চেয়ে দফায় দফায় উত্তাল হয়েছিল সংসদের দুই কক্ষ। যার জেরে বারবার মুলতুবিও করে দিয়ে হয়েছিল রাজ্যসভা ও লোকসভার অধিবেশন।

 ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি

১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ১২জন সাংসদকে গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। তারপরেই সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতেই এই ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের জন্য উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন বিরোধী দলের সাংসদরা। সেইদাবিতে রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের নেতারা। বিরোধীরা দাবি জানালেও তাতে রাজি হননি ভেঙ্গাইয়া নাইডু। তিনি অভিযোগ করেছেন এভাবে সাসপেনশন প্রত্যাহার করা যায় না তার জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে চলতে হবে সকলকে। যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা সংসদ ভবনের সম্মানে আঘাত করেছেন বলে অভিযোগ করেছেন রাজ্য সভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

লোকসভায় ওয়াক আউট

লোকসভায় ওয়াক আউট

১২ জন সাংসদের সাসপেনশ প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছিল লোকসভা অধিবেশনও। বিরোধীরা লোকসভা অধিবেশন ওয়াকআউট করেন। কিন্তু কোনও ভাবেই তাঁদের সাসপনেশন প্রত্যাহার করতে রাজি হননি রাজ্যসভার চেয়ারম্যান। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই চূড়ান্ত হলে জানানো হয়েছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের আবেদন খারিজ করে দিয়ে এমনই জানিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। প্রসঙ্গত উল্লেখ্য সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় বিরোধী দলের সাংসদদের আচরণ নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এমনকী সাংসদরা সংসদ ভবনের অসম্মান করেছেন অভিযোগ করে প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন ভেঙ্কাইয়া নাইডু।

এনআরসি নিয়ে এখনই সিদ্ধান্ত নয়

এনআরসি নিয়ে এখনই সিদ্ধান্ত নয়

এনআরসি নিয়ে এখনও কোনও কাজ শুরু হবে না বলে রাজ্য সভায় জানিয়েছে মোদী সরকার। একই সঙ্গে জানানো হয়েছে নাগরিকত্ব আইন অনুযায়ী কেই নাগরিকত্ব পাওয়ার আবেদন জানাতেই পারেন। তা বিবেচনা করবে সরকার। নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর ২০২১ সালে এখনও পর্যন্ত ১,১১,২৮৭ জন নাগরিকত্ব পেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য

স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য

আজ ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়েও জোর জল্পনা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লোকসভায় জানিয়েছেন ভারতে এখনও ওমিক্রন ভ্যারিয়েন্টের কোনও সংক্রমণ ধরা পড়েিন। যদিও এই নিয়ে আগে থেকেই সতর্ক মোদী সরকার। অধিবেশন শুরু আগেই স্বাস্থ্যমন্ত্রকের আধিকারীকদের নিয়ে বৈঠক করেছেন তিনি। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বাইরে থেকে যারা আসবেন তাঁদের ক্ষেত্রেও একাধিক গাইডলাইন জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
There are three happenings in Parliament winter session 2021 Second Day. opposition walkout Rajya sabha and Loksabha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X