For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: রাউন্ড আপ ২২ ডিসেম্বর, সময়ের আগেই স্থগিত লোকসভা ও রাজ্যসভা

সংসদের শীতকালীন অধিবেশন (winter session) শুরু হয়েছিল ২৯ নভেম্বর। তা শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর। কিন্তু একদিন আগেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (adjourned sine die) করে দেওয়া

  • |
Google Oneindia Bengali News

সংসদের শীতকালীন অধিবেশন (winter session) শুরু হয়েছিল ২৯ নভেম্বর। তা শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর। কিন্তু একদিন আগেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (adjourned sine die) করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শেষ দিনের অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

এদিন লোকসভায়

এদিন লোকসভায়

লখিমপুর খেরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এদিন লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন কংগ্রেস সাংসদ মনিকাম টেগোর। লোকসভার অধ্যক্ষ জানিয়েছেন এই অধিবেশনে করোনা নিয়ে ১২ ঘন্টা আলোচনা হয়েছে।

এদিন রাজ্যসভায়

এদিন রাজ্যসভায়

এদিন রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খারগে অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃত ১২ সাংসদকে সাসপেন্ড করেছিল। করেছিল যাতে সব বিল সহজেই পাশ করিয়ে নেওয়া যায়। তিনি বলেন, অধিবেশন ঠিকভাবে চালাতে তারা শাস্তি মুকুমের প্রস্তাব দিলেও তা মানা হয়নি। এদিন অধিবেশন মুলতুবির পরে রাজ্যসভার চেয়ারম্যান তাঁর অখুশি হওয়ার কথা জানিয়েছেন।

১২ সাংসদের সঙ্গে ডেরেক

১২ সাংসদের সঙ্গে ডেরেক

সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে এদিনও ধরনায় ছিলেন ১২ সাংসদ। তাঁদের সঙ্গে এদিন যোগ দেন অপর সাসপেন্ডেড সাংসদ ডেরেক ও'ব্রায়েন। শীতকালীন অধিবেশনের শুরুতেই ১২ জনকে সাসপেন্ড করা হয়েছিল এই অধিবেশনের জন্য। সেই থেকেই থারা ধরনায় বসেছিলেন।

 অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি

অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি

এদিন লোকসভা ও রাজ্যসভার শীতকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, লোকসভঙায় ৮২ শতাংশ এবং রাজ্যসভায় ৪৭ শতাংশ কাজ হয়েছে।

যেসব বিল এই অধিবেশনে পাশ হয়েছে

যেসব বিল এই অধিবেশনে পাশ হয়েছে

  • নির্বাচনী আইন (সংশোধনী) বিল
  • নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (সংশোধনী) বিল ২০২১ (রাষ্ট্রপতির অনুমোদনে)
  • দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি ২১ ডিসেম্বর দেওয়া হয়েছে।)
  • সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন সংশোধনী বিল ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি ২১ ডিসেম্বর দেওয়া হয়েছে। বিল এখন আইন)
  • হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকদের (বেতন ও চাকরির শর্তাবলী) সংশোধনী বিল।
  • কৃষি আইন বাতিল বিল, ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি দেওয়া হয়েছে বিল এখন একটি আইন।)
  • সহায়ক প্রজনন প্রযুক্তি নিয়ন্ত্রণ বিল ২০২০
  • সারোগেসি রেগুলেশন বিল, ২০১৯
  • বাঁধ নিরাপত্তা বিল
  • দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (সংশোধন) বিল, ২০২১ (১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি প্রাপ্ত বিল, এখন একটি আইন)
  • সংসদীয় স্থায়ী কমিটির আগে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা সংশোধনী বিল
  • মধ্যস্থতা বিল ২০২১ (নির্বাচিত কমিটির আগে)
  • চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস এবং কোম্পানি সেক্রেটারি (সংশোধন) বিল
  • জৈবিক বৈচিত্র্য সংশোধনী বিল ২০২১
  • লোকসভায় প্রবর্তিত বন্যপ্রাণী সুরক্ষা সংশোধনী বিল, ২০২১
  • জাতীয় ডোপিং বিরোধী বিল

মমতার নজরে বাংলায় কাজের দিশা: তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থান নতুন শিখরে, টুইট মুখ্যমন্ত্রীরমমতার নজরে বাংলায় কাজের দিশা: তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থান নতুন শিখরে, টুইট মুখ্যমন্ত্রীর

English summary
Parliament winter session 2021: 22 December Round Up, both houses adjourned sine die ahead of schedule.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X