সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: লোকসভায় পাস হয়ে গেল আধার-ভোটার কার্ড লিঙ্কের বিল
সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের (Winter Session) ১৬ তম দিনেও উত্তাল রইল লোকসভা। প্রথম থেকেই ১২ সাংসদের সাসপেনশনের ইস্যুতে উত্তাল থেকেছে লোকসভা। কেন্দ্র িবরোধী দলগুলিকে এই নিয়ে বৈঠকে ডেকেছিল কিন্তু সেটা বয়কট করে বিরোধী দলগুলি। মাত্র ৪টি দলকে নিয়ে বৈঠক করেছে মোদী সরকার। বিরোধীদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে মোদী সরকার এমনই অভিযোগে সরব হয়েছে তারা। লোকসভায় আজ একাধিক বিল পেশ হয়েছে। তারমধ্যে অন্যতম নির্বাচনী সংশোধনী বিল। সেটি লোকসভায় পাস হয়ে গিয়েছে।


বিরোধীদের বয়ক
লোকসভা অধিবেশনের প্রথমেই বিরোধীরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। ১২ সাংসদের সাসপেনশন নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছিল মোদী সরকার। বিরোধীরা সেই বৈঠক বয়কট করে। এবং প্রতিবাদে সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে মোদী সরকার এই অভিযোগে সরব হয় তারা। যদিও চার দলকে নিয়ে বৈঠক করেছে মোদী সরকার। সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে ১২ সাংসদের সাসপেনশন নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল বিরোধীরা।

নির্বাচনী সংশোধনী বিল পাস
লোকসভায় আজ নির্বাচনী সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধী দলের সাংসদরা এই বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই বিলের অন্যতম বিষয় হল আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ এবং নির্বাতন কমিশনের ক্ষমতা বৃদ্ধি। এছাড়া ভোটাল তালিকায় নাম নথিভুক্ত করন সহজ করার প্রক্রিয়াও করা হয়েছে এই বিলে। আসাদ উদ্দিন ওয়েইসি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন সংসদে এই বিল পেশ করে শীর্ষ আদালতের অবমাননা করছে মোদী সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে। কংগ্রেস সাংসদ শশী থারুরও এই বিলের বিরোধিতা করেছেন। তিনি দাবি করেছেন আধার কখনও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না।

রাজ্য সভা উত্তাল
এদিন লোকসভার মত উত্তাল হয়ে উঠেছিল রাজ্যসভাও। ফের লখিমপুর খেরির ঘটনা অজয় মিশ্রার অপসারণের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। অজয় মিশ্র এবং লখিমপুর খেরির ঘটনার নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। রাজ্যসভায় খুনি মন্ত্রীর অপসারণ চাই বলে স্লোগান িদয়েছেন বিরোধী দলের নেতারা। কংগ্রেস নেতারা এই নিয়ে সরব হয়েছেন।

প্রবল বিরোধিতা জয়া বচ্চনের
রাজ্যসভায় আজ প্রবল বিরোধিতায় সরব হয়েছিলেন জয়া বচ্চন। প্রসঙ্গত উল্লেখ্য পানামা পেপার্স দু্র্নীতি কাণ্ডে জয়া বচ্চনের পার্টির সাংসদ জয়া বচ্চনের পুত্র বধূ ঐশ্বর্যা রাইকে তলব করেছে ইডি। তিনি অভিযোগ করেছেন তাঁকে ব্যক্তিগত ভাবে আক্রামণ করা হচ্ছে। বিজেপি নেতাদের নিশানা করে বলেছেন তাঁদেরও খারাপ দিন আসবে। ১২ সাংসদের নিরাপত্তার দাবিতেও সরব হয়েছেন তিনি।