For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Parliament: সাকেত গোখেলের গ্রেফতারির আঁচ লোকসভায়, TMC সাংসদদের বিক্ষোভের জেরে মুলতুবি অধিবেশন

Parliament: সাকেত গোখেলের গ্রেফতারির আঁচ লোকসভায়, TMC সাংসদদের বিক্ষোভের জেরে মুলতুবি অধিবেশন

Google Oneindia Bengali News

সাকেত গোখেলেনর গ্রেফতারির আচ শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই। অধিবেশন শুরু হতেই লোকসভা বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তার জেরে অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। এদিকে আজই শীতকালীন অধিবেশন শুরুর আগে শান্তিপূর্ণ অধিবেশনের আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

সাকেত গোখেলের গ্রেফতারির প্রতিবাদ

সাকেত গোখেলের গ্রেফতারির প্রতিবাদ

শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তাল লোকসভা। সাকেত গোখেলের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। অধিবেশন শুরুর কয়েক মিনিচের মধ্যে লোকসভা অধিবেশনে উত্তাল হয়ে ওঠে তৃণমূলের বিক্ষোভে। শেষে বাধ্য হয়েই স্পিকার অধিবেশন মুলতুবির কথা ঘোষণা করেন। দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা অধিবেশন।

সাকেত গোখেলের গ্রেফতারি

সাকেত গোখেলের গ্রেফতারি

গতপরশু অর্থাৎ সোমবার রাতে জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সাকেত গোখেলকে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরের আগেরদিন জয়পুরে পৌঁছেছিলেন। দিল্লি থেকে বিমানে জয়পুর গিয়েছিলেন তিনি। জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গুজরাত পুলিশ বিমানবন্দরেই অপেক্ষা করছিল। তারপরেই সাকেত গোখেলকে সোজা আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে টুইট করে সেকথা জানান সাংসদ ডেরেক ওব্রায়েন। বুধবার তাঁকে আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবাদে সরব মমতা

প্রতিবাদে সরব মমতা

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেলের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সাকেত গোখেলকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হয়েছে। মোরবি সেতু বিপর্যয় নিয়ে একটি খবর তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার জন্য সাকেত গোখেলকে সাইবার ক্রাইমের ধারায় গ্রেফতার করা হয়েছে। কাজেই পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুজরাতের বিজেপি সরকার করেছে বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি।

স্ট্র্যাটেিজ বৈঠকে মমতা

স্ট্র্যাটেিজ বৈঠকে মমতা

৫ দিনের সফরে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দলের সাংসদদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক করছেন তিনি। দিল্লিতে সৌগত রায়ের বাসভবনে সব সাংসদদের সঙ্গে বৈঠক করছেন তিনি। সেই বৈঠকে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মূলত কোন পথে হাঁটবে দল শীতকালীন অধিবেশনে। কোন রণকৌশলে মোদী সরকারেকে কোণঠাসা করা যাবে তা ঠিক করতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।

Parliament: দূরত্ব কি ঘুচল? প্রথমে না বলেও শেষে কংগ্রেসের স্ট্র্যাটেজি বৈঠকে হাজির তৃণমূল-আপParliament: দূরত্ব কি ঘুচল? প্রথমে না বলেও শেষে কংগ্রেসের স্ট্র্যাটেজি বৈঠকে হাজির তৃণমূল-আপ

English summary
TMC MPs protest at Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X