For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২: ৫০ ঘণ্টা ধরে রিলে প্রতিবাদে ২০ বিরোধী সাংসদ

সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২: ৫০ ঘণ্টা ধরে রিলে প্রতিবাদে ২০ বিরোধী সাংসদ

  • |
Google Oneindia Bengali News

সংসদে অচলাবস্থা অব্যাহত প্রায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৫০ ঘণ্টা ধরে রিলে প্রতিবাদ চালিয়ে যাচচে ২০ জন বিরোধী সাংসদ। কেন্দ্রের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে, জিএসটি নিয়ে আলোচনার দাবিতে সমগ্র বিরোধীরা একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন সংসদের উভয়কক্ষে। তাই ক্ষণে ক্ষণে মুলতুবি করা হচ্ছে কক্ষ। কিন্তু প্রতিবাদ চলছে সমানে।

রেকর্ড সংখ্যক সাংসদ সাসপেন্ড, প্রতিবাদে উত্তাল সংসদ

রেকর্ড সংখ্যক সাংসদ সাসপেন্ড, প্রতিবাদে উত্তাল সংসদ

সমগ্র বিরোধীদের এক দাবি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। জিএসটি নিয়ে আলোচনা করতে হবে। মুড়ি, দই, দুধ থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। হই-হট্টগোল লেগেই রয়েছে। তার জেরে এবার সাসপেনশনের সংখ্যাও সর্বোচ্চ ছুঁয়েছে। রেকর্ড সাসপেনশনে এবারের সংসদ অধিবেশন উত্তাল। গতবছর কৃষি বিল নিয়ে বর্ষাকালীন অধিবেশনে ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা পৌঁছেছে ২০-তে।

কংগ্রেসের সত্যাগ্রহে ৬৬ সাংসদ আটক, পরে মুক্তি

কংগ্রেসের সত্যাগ্রহে ৬৬ সাংসদ আটক, পরে মুক্তি

এদিনই কংগ্রেস একইসঙ্গে সত্যাগ্রহ চালাচ্ছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে উপুর্যপুরি তৃতীয়বার ইডির তলবের প্রতিবাদে কংগ্রেস সত্যাগ্রহ শুরু করেছে। সেই আন্দোলনে সংসদ ভবন থেকে মিছিল করে বিজয়চকের দিতে যাওয়ার সময় ৬৬ জন সাংসদকে আটক করা হয়। পরে দিল্লির কিংসওয়ে ক্যাম্প থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

সংসদে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংসদে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

এদিকে বুধবার দফায় দফায় সংসদের উভয়কক্ষ মুলতুবি হয়ে যায়। এদিন সকালে ১১টায় সংসদের অধিবেশন শুরুর পর বিরোধীদের আন্দোলনের জেরে মুলতুবি হয়ে যায়। রাজ্যসভা ১২টা পর্যন্ত, লোকসভা দুপুরে ২টো পর্যন্ত মুলতুবি রাখা হয়। এরই মধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানান, জুলাই মাসে অমরনাথে আকস্মিক বন্যায় ১৫ জন লোক প্রাণ হারিয়েছেন। তবে কোনও ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর নেই।

অমরনাথে নিখোঁজ ও কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে

অমরনাথে নিখোঁজ ও কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে

তিনি আরও জানান, অমরনাথে নিখোঁজের দুটি অভিযোগ তাদের কাছে জমা পড়েছিল। ১২ জুলাই ও ১৪ জুলাই সেই দুটি অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দিল্লি পুলিশের দ্বারা অসদাতরণ ও ক্ষমতার অপব্যবহারের তিনটি অভিযোগ পাওয়া গিয়েছে মহিলা কংগ্রেস সদস্যদের পক্ষ থেকে। সেই অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

দিন-রাত এক করে ৫০ ঘণ্টা রিলে প্রতিবাদ করার সিদ্ধান্ত

দিন-রাত এক করে ৫০ ঘণ্টা রিলে প্রতিবাদ করার সিদ্ধান্ত

সমস্ত বিরোধী দলের ২০ রাজ্যসভা সাংসদ ও লোকসভার চার কংগ্রেস সাংসদ একযোগে আন্দোলন চালাচ্ছেন। স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত দিন রাত এক করে এই আন্দোলন চলবে। ৫০ ঘণ্টা রিলে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ২৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, তাঁরা সংসদ ভবনের ভিতরে এই রিলে প্রতিবাদে শামিল হয়েছেন।

এখানে খাবো, এখানেই ঘুমাবো, আন্দোলন চলবে

এখানে খাবো, এখানেই ঘুমাবো, আন্দোলন চলবে

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়েছে ওই বিক্ষোভের জেরে। বিক্ষোভরত বিরোধী সাংসদরা বলেছেন, আমরা এখানে খাবো, এখানেই ঘুমাবো। কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা শুরু না হওয়া পর্যন্ত সরকারকে বিশ্রাম নিতে দেব না। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেছেন এ কথা। আর এক তৃণমূল সাংসদ দোলা সেনও এই বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন।

English summary
Parliament monsoon session 2022, 27 July Round Up: 20 opposition MPs launch 50 hour long relay protest inside parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X