
সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২, একাদশতম দিন: লোকসভায় কাটল অচলাবস্থা, রাজ্যসভার অধিবেশন মুলতুবি
বর্ষাকালীন অধিবেশনের (Monsoon Session) একাদশতম দিনে কিছুটা ভিন্ন চিত্র। এদিন লোকসভায় (তদকেোবপো) অচলাবস্থা কেটেছে। শুরু হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা। কিন্তু রাজ্যসভার (Rajyasabha) অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হয়েছেন চেয়ারম্যান। এদিন সংসদে বেশ কয়েকটি বিলও পাশ হয়েছে।
|
লোকসভায় কাটল অচলাবস্থা
এদিন লোকসভার অচলাবস্থা শেষ হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা চার কংগ্রেস সাংসদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেন। অধীর চৌধুরী জানান যে সাংসদদের কোনও উদ্দেশ্যই ছিল না চেয়ারকে অসম্মান করার।
প্রসঙ্গত গত সোমবার ৪ কংগ্রেস সাংসদকে লোকসভার মধ্যে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করার জন্য সাসপেন্ড করা হয়েছিল। যে চার কংগ্রেস সাংসদ শাস্তির মুখে পড়েছিলেন, তাঁরা হলেন মনিকম ঠাকুর, রাম্য হরিদাস, টিএন প্রথাপন এবং এস জ্যোতিমনি। কংগ্রেস সাংসদদের ওপর থেকে সাসপেনশন
প্রত্যাহারের পরেই লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি অভিযোগ করেন, দেশে মুদ্রাস্ফীতি দুই অঙ্কে চলে গিয়েছে। যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।

WMD তহবিলের ওপরে নিষেধাজ্ঞা
গণবিধ্বংসী অস্ত্রের তহবিল নিষিদ্ধ করতে সংসদে বিল পাশ হয়েছে। এই কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক সম্পদ ফ্ডদ করতে কিংবা অধিগ্রহণ করতে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের বিতরণ ব্যবস্থা (বেআইনি কার্যকলাপে নিষেধাজ্ঞা) সংশোধনী বিল ২০২২ ভয়েস ভোটে পরাশ হয়ে যায়। এই বিলটি আগেই লোকসভায় অনুমোদন পেয়েছিল। বিলে 12A আইনে নতুন ধারা যুক্ত করা হয়েছে।

সংসদে পাশ ভারতীয় অ্যান্টার্কটিক বিল ২০২২
এদিন রাজ্যসভায় ভারতীয় অ্যান্টার্কটিক বিল ২০২২ পাশ করানো হয়েছে। এই আইনের মাধ্যমে অ্যান্টার্কটিক অঞ্চলে ভারতের গবেষণা কেন্দ্রগুলিতে দেশের আইন প্রয়োগ করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের গ্রেফতার নিয়ে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই সংক্ষিপ্ত আলোচনার পরে ভয়েস ভোটে বিলটি পাস করানো হয়। প্রসঙ্গত অ্যান্টার্কটিকায় ভারতের দুটি গবেষণা কেন্দ্র মৈত্রী ও ভারতী রয়েছে। বিলটিতে
অ্যান্টার্কটিকার পরিবেশের সুরক্ষার জন্য একটি তহবিল গঠনের কথাও বলা হয়েছে।

আইন আইনের পথে চলবে, সঞ্জয় রাউতকে নিয়ে প্রতিক্রিয়া কেন্দ্রের
এদিন রাজ্যসভায় বিরোধীদের একাংশ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের গ্রেফতারি নিয়ে প্রতিবাদ জাানাতে থাকেন। যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আইন আইনের পথে চলবে। তিনি বলেন, সাংসদরা আইনের প্রণেতা, আইনের ভঙ্গকারী নন।
তিনি বলেন, রাউত এবং অন্য কয়েকটি ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের কারণে রাজ্যসভার কাজে ব্যাঘাত হচ্ছে। তিনি বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, এরা ক্ষমতায় থাকার সময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাজে হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু
বর্তমানে বিজেপি সরকারের সময়ে তা হয় না।
প্রবল বিক্ষোভের মুখে নতিস্বীকার, ৪ কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন স্পিকার