For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনাস্থা প্রস্তাব নিয়ে সরগরম সংসদ, মুলতুবি রাজ্যসভা ও লোকসভা

অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের সুবিধা দেওয়া নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারের উপর বেজায় ক্ষুব্ধ তেলুগু দেশম পার্টি।

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের সুবিধা দেওয়া নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারের উপর বেজায় ক্ষুব্ধ তেলুগু দেশম পার্টি। চন্দ্রবাবু নায়ডু নেতৃত্বাধীন এই পার্টি ছাড়াও অন্ধ্রপ্রদেশের ওয়াই এসআর কংগ্রেস এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাবি করেছে। এ নিয়ে আজ দিনভর চড়েছে সংসদীয় রাজনীতির পারদ। রাজ্যসভা মুলতুবি হয় গোটা দিনের জন্য। অন্যদিকে লোকসভা মুলতুবি হয় এক ঘণ্টার জন্য।

Live:অনাস্থা প্রস্তাব নিয়ে সরগরম সংসদ, চড়ছে রাজনৈতি উত্তেজনার পারদ

  • অনাস্থা প্রস্তাবকে 'স্টান্ট ' বলে কটাক্ষ বিজেপি-র ।

১২:০৫ মিনিট:লোকসভাতে শুরু অধিবেশন

  • সংসদে টিআরএস-এর ধরনা, দলীয় সাংসদদের দাবি, তেলাঙ্গানাতে বাড়ানো হোক সংরক্ষণের পরিমাণ।
  • এদিকে, অন্ধ্রপ্রদেশে সংখ্যালঘু সম্রপ্রদায়ের এক সভায় বিজেপি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু।
  • এরই মধ্যে রাজনৌতিক চাপানোতর ঘিরে মুলতুবি হয় রাজ্য়সভা। আর লোকসভা মুলতুবি হয় এক ঘণ্টার জন্য।
  • টিডিপি সাংসদদের প্রতিবাদে সামিল হয় কংগ্রেসও।
  • এরই মধ্যে কাবেরী ইস্যুতে এআইডিএমকে-র সাংসদরাও প্রতিবাদে নামের সংসদ চত্বরে।

  • বিজপি-র তরফে সকালে জানানো হয়, তারা সংসদে অনাস্থা প্রস্তাবের মুকো মুখী হতে প্রস্তুত।
  • সংসদীয় সচিবালয়ে ৩ টি নোটিস যায় অনাস্থা প্রস্তাব নিয়ে। যার মধ্যে দুটি ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি-র তরফ থেকে আসে।
  • ওয়াই এস আর কংগ্রেসের বিরুদ্ধে সকাল থেকেই বিরেধী মনোভাব পোষণ করেত থাকেন টিডিপি কর্মীরা।
  • টিডিপি, এনডিএ ছেড়ে যাওয়াতে কেন্দ্রের সংখ্যাগত ক্ষমতা ৩৩৬ থেকে ৩১৪ তে নামবে।
  • তেলুগু দেশম পার্টি সকালেই হুইপ জারি করে সমস্ত পার্টিকে সংসদের বাজেট সেশন শেষ হওয়া পর্যন্ত সকল পার্টিকে যোগ দেওয়ার ডাক দেয় ।
English summary
Parliament Live Update On No Confidence Motion .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X