For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদেও 'কাস্টিং কাউচ'! মুখ খুললেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী

কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় নেত্রী রেণুকা চৌধুরী সংসদে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে নানা সময়ে নানা কথা রটেছে। এর মধ্যে বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান কাস্টিং কাউচ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর দাবি অন্য জায়গায় যা হয় তা বলিউডে হয় না। ধর্ষণ করার পরও নিগৃহীত মহিলাকে কাজ দেয় বলিউড। যা সমাজের অন্য কোনও ক্ষেত্রে হয় না।

সংসদেও কাস্টিং কাউচ! মুখ খুললেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী

এই ঘটনার পর চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। কীভাবে সরোজ খানের মতো শিল্পী এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন তা নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। আবার কতিপয় মানুষ সরোজের পাশে দাঁড়িয়েছেন।

এবার কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় নেত্রী রেণুকা চৌধুরী সংসদে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন। সরোজ খানের মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে রেণুকা বলেছেন, এমনটা ভাবার কারণ নেই যে সংসদে কাস্টিং কাউচ নেই। এটা সমাজের সর্বত্র রয়েছে। ভারতবাসীর উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া।

সরোজ খান বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে বলেছেন, অন্তত বলিউডে ধর্ষণ হওয়ার পরও কাজ দেওয়া হয়। মহিলাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় না। তিনিও সমাজের সর্বত্র কাস্টিং কাউচ ছড়িয়ে থাকার কথা বলেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি সেখানকার ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে সরব হন। নগ্ন হেঁটে প্রতিবাদ জানান। সেই প্রসঙ্গেই সরোজ বলেন, সমাজের সব ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে শুধু সিনেমা জগতের পিছনে পড়ে রয়েছেন কেন? আর এটা মেয়েদের উপরে নির্ভর করে সে কী চাইছে। আপনি ধরা দিতে চাইলে দিতে পারেন। না দিতে চাইলে কেউ কিছু করবে না।

গতবছর থকে হলিউডে যৌন হেনস্থা ও কাস্টিং কাউচ নিয়ে শোরগোল চলছে। হার্ভে উইনস্টেইনের নামে একাধিক যৌনকেচ্ছা সামনে এসেছে। তারপর থেকেই #MeToo ক্যাম্পেন চালু হয়। সেখানে সমাজের সমস্ত ক্ষেত্রের মহিলারা নানা দেশ থেকে প্রতিবাদ জানিয়েছেন।

English summary
Not just Bollywood, Parliament also not immune to casting couch, alleges Congress leader Renuka Chowdhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X