For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্ষণে দায়ী বাবা-মায়েরাই', কীর্তিমান বিজেপি বিধায়কের ভাষণে ফের বিতর্ক

মহিলা ও নাবালিকাদের বিরুদ্ধে যৌন নির্যাতন নিয়ে সারা দেশ যখন সরব, তখন এই ঘটনায় নির্যাতিতাদের অভিভাবকের দিকে আঙুল তুললেন কীর্তিমান বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

  • |
Google Oneindia Bengali News

মহিলা ও নাবালিকাদের বিরুদ্ধে যৌন নির্যাতন নিয়ে সারা দেশ যখন সরব, তখন এই ঘটনায় নির্যাতিতাদের অভিভাবকের দিকে আঙুল তুললেন কীর্তিমান বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর মতে, ধর্ষণ বেড়ে গিয়েছে কারণ বাবা-মায়েরা সন্তানদের একলা ছেড়ে দিচ্ছেন। এভাবে ছেড়ে দিলে এমন ঘটনার সম্মুখীনই হতে হবে।

ধর্ষণে দায়ী বাবা-মায়েরাই, কীর্তিমান বিজেপি বিধায়কের ভাষণে ফের বিতর্ক

সুরেন্দ্র সিং বালিয়া জেলার বিধায়ক। তিনি অবশ্য এবারই প্রথম নন। এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করে সমালোচনা কুড়িয়েছেন তিনি। আগে বলেছিলেন, তিন বাচ্চার মা-কে কেউ ধর্ষণ করতে পারে না। আবার বলেছিলেন, সন্তানদের হাতে যেন কেউ মোবাইল না তুলে দেন।

এবারও ধর্ষণের পুরো দায় অভিভাবকদের ঘাড়ে চাপিয়েছেন তিনি। সুরেন্দ্রর মতে, ১৫ বছরের কমবয়সীদের কড়া নজরে রাখা উচিত। এটা অভিভাবকেরই দায়িত্ব। তাহলেই শিশুদের বাঁচাতে পারবেন অভিভাবকেরা।

সন্তানদের অযথা স্বাধীনতা না দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও উত্তরপ্রদেশের উন্নাওয়ে যে পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটেছে তা নিয়ে কথা বলতে গিয়েই এই প্রসঙ্গ টেনে এনে অভিভাবকদের সমালোচনা করেছেন সুরেন্দ্র সিং। যা নিয়ে ফের নতুন করে সমালোচনা শুরু হয়েছে। কাঠুয়া কাণ্ডে অভিযুক্তকে ও উন্নাও কাণ্ডে অভিযুক্ত এক বিজেপি নেতা কুলদীপ সিং সেনগারকে গ্রেফতার করেছে পুলিশ।

English summary
Parents responsible for incidents of rape, says Uttar Pradesh BJP leader cum MLA Surendra Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X