For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ ধ্বংস করল ভারত! খোঁজ নেই পাইলটের

সকাল হতেই ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে রাজৌরির নৌশেরা সেক্টরে ঢুকে পড়েছিল পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬।

  • |
Google Oneindia Bengali News

এদিন সকাল হতেই ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে রাজৌরির নৌশেরা সেক্টরে ঢুকে পড়েছিল পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬। ৩ টি পাক যুদ্ধবিমান দেখেই পাল্টা জবাবের প্রস্তুতি নিতে শুরু করে ভারতীয়সেনা। প্রথমে বিমানগুলিকে ফিরে যাওয়ার বার্তা দিলেও ভারতীয় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তা ৫ কিলোমিটার ভিতরে ঢুকে যায়। এরপরই গুলি চালায় ভারতীয় সেনা। আর তাতেই ওই যুদ্ধবিমান ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর।

পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত! প্রবল গোলাবর্ষণ বিমানকে তাক করে

দেখা গিয়েছে, কিছুদূর এগিয়ে ওই যুদ্ধবিমান আকাশ থেকে নিচের দিকে নামতে থাকে। ধীরে ধীরে ভেঙে পড়ে পাক যুদ্ধবিমান এফ ১৬। দেখা যায় প্যারাস্যুটে চেপে নিচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটির পাইলট। এরপর তাঁর খোঁজ পাওয়া যায়নি। এর আগে আজ, মোট ৩ টি যুদ্ধবিমান প্রবেশ করেছিল ভারতীয় আকাশ সীমায়। এরপর ভারত পাল্টা জবাব দিতেই তারা ফিরে যায় পাকিস্তানের দিকে। এদিকে, নৌশেরা সেক্টরে বোমা বর্ষণের খবর মিলেছে। জানা গিয়েছে, ভারতের তরফে সাংকেতিকভাবে ওই পাকিস্তানের যুদ্ধবিমানগুলিকে ফিরে যেতে বলা হয়েছিল। এরপরই সেই ইঙ্গিত না মানায় গুলি চালানো হয় পাক যুদ্ধবিমানগুলিকে নিশানায় রেখে। এফ ১৬ যুদ্ধবিমানগুলি পালিয়ে যাওয়ার সময় পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমা বর্ষণ করে বলে খবর।

এদিকে, ঘটনার জেরে কাশ্মীরের আকাশে যেকোনও রকমের বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। কোনও রকমের ব্যবয়াসিক বিমানও চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই সমস্ত কিছুই নিরাপত্তার কারণে করা হচ্ছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের দাবি। উল্লেখ্য, এক বিশেষ সূত্রের দাবি, ভারতীয় টহলদারি বিমানের মুখে যাতে পাক বিমানটি না পড়ে যায়, তার জন্য পাকিস্তানের তরফেই গুলি করা হয়ওই এফ ১৬ বিমানকে। আর সেখানে থেকে তথনই প্যারাস্যুটে ঝাঁপ দিয়ে পাকিস্তানের মাটিতে পড়ে যায় বিমানের পাইলট।

English summary
Parachute seen as Pakistan Air Force's F-16 was going down.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X