For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ২০১৮-এর ফল, আজ দ্বিতীয় পত্রের ফল প্রকাশ, দেখা যাচ্ছে এই ওয়েবসাইটগু

সিবিএসই তাদের ওয়েবসাইটে মেধা তালিকা-সহ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন, 2018-র ফল প্রকাশ করলো।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন ২০১৮-এর প্রথম পত্রের ফল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর ওয়েবসাইটে ফলাফলের সঙ্গে মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় পত্রের ফল প্রকাশিত হবে আজ। ছাত্রছাত্রীরা সিবিএসই-এর সরকারি ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইটগুলি হল jeemain.nic.in, cbseresults.nic.in এবং results.nic.in।

জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ২০১৮-এর ফল দেখুন এই ওয়েবসাইটগুলিতে

মেধাতালিকার প্রথম দুটি স্থানেই রয়েছেন অন্ধ্রপ্রদেশের দুই ছাত্র। প্রথম স্থান পেয়েছেন সুরয কৃষ্ণ ভোগী। দ্বিতায় হেমন্ত কুমার চোরিপিল্লি। ৩৫০ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছেন রাজস্থানের পার্থ লাতুরিয়া। প্রথম কুড়ি জনের মধ্য়ে রাজস্থানের ছাত্রছাত্রীদের প্রাধান্য় বেশি। রয়েছেন আট জন। এছাড়া অন্দ্রপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, দিল্লি এমনকি বিহারের ছাত্রছাত্রীরা থাকলেও পশ্চিমবঙ্গ থেকে একজনেরও স্থান হয়নি প্রথম কুড়ি জনের মধ্য়ে। এর আগে সিভিল সার্ভিস পরীক্ষাতেও মেধা তালিকের ওপরের দিকে স্থান হয়নি এরাজ্যের ছাত্রদের। মুখ্য়মন্ত্রী যতই বলুন 'এগিয়ে বাংলা' একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় বাংলার ছাত্রছাত্রীরা ক্রমশ পিছিয়ে পড়ছে। অনেকে শিক্ষাক্ষেত্রে অরাজকতাকে এর জন্য় দায়ী করছেন।

এবছর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন-এ পরীক্ষার্থী ছিলেন মোট ১০ লক্ষ ৪৩ হাজার ৭৩৯ জন। পরীক্ষা নেওয়া হয়েছে সারা ভারতের ১১২ টি শহরে। এর আগে সিবিএসই জানিয়েছিল ৩০ এপ্রিল একই সঙ্গে দুটি পত্রেরই ফল প্রকাশিত হবে। কিন্তু গতকাল শুধুই প্রথম পত্রের ফল প্রকাশ পায়। আজ দ্বিতীয় পত্রের ফল প্রকাশ করা হবে।

Short-
প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন ২০১৮-এর প্রথম পত্রের ফল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর ওয়েবসাইটে ফলাফলের সঙ্গে মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় পত্রের ফল প্রকাশিত হবে আগামীকাল। ছাত্রছাত্রীরা সিবিএসই-এর সরকারি ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইটগুলি হল jeemain.nic.in, cbseresults.nic.in এবং results.nic.in।

English summary
CBSE declared the Joint Entrance Examination – Main, 2018 Paper I Result with Ranks on its official website.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X