For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পন্নিরসেলবম

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পন্নিরসেলবম
চেন্নাই, ২৮ সেপ্টেম্বর: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পন্নিরসেলবম। রবিবার এআইএডিএমকে-র তরফে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, রাজ্য মন্ত্রীসভা নতুন করে গঠন করবেন পন্নিরসেলবম।

দুর্নীতি মামলায় গতকালই আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছে জয়ললিতাকে। তাঁকে ১০০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। সাজা শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন জয়ললিতা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে একটু সুস্থ হওয়ার পরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান জয়ললিতা। সারা রাত কাটে জেলে। জেলের খাবার তিনি মুখে তোলেননি। ঘুমোননি। অস্থিরভাবে পায়চারি করেছেন।

আরও পড়ুন: জয়ললিতার চার বছরের জেল, ১০০ কোটি টাকা জরিমানা, ছাড়তে হবে পদও

রাতে জয়ললিতা পদত্যাগ করায় তাঁর গোটা মন্ত্রীসভাও অনুরূপ সিদ্ধান্ত নেয়। গভীর রাতে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন জয়ার মন্ত্রীরা। রবিবার সকালে সদ্যপ্রাক্তন চার মন্ত্রী তথা এআইএডিএমকে হেভিওয়েট পন্নিরসেলবম, নাথম বিশ্বনাথন, আর বৈত্তীয়লিঙ্গম, এডপ্পডি পালনিস্বামী কারাগারে দেখা করতে যান আম্মার সঙ্গে। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী পদে পন্নিরসেলবমের নাম ঘোষণা করেন।

নতুন মন্ত্রীসভায় কে কে থাকবেন, তার তালিকা তিনি তুলে দেন পন্নিরসেলবমের হাতে। এ দিন দুপুরে এআইএডিএমকে দলের পরিষদীয় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে পন্নিরসেলবমের নাম ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী হিসাবে। বিকেলে রাজ্যপাল রোসাইয়ার কাছে গিয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্তের কথা জানিয়ে আসেন তিনি।

এদিকে, ব্যাঙ্গালোরের আদালত যে সাজা দিয়েছে, তার বিরুদ্ধে সোমবারই কর্নাটক হাই কোর্টে আপিল করবেন জয়ললিতা। হাই কোর্ট কী সিদ্ধান্ত শোনায়, সেটাই এখন দেখতে হবে।

English summary
Pannerselvam is the next CM of Tamilnadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X