For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে বেগতিক দেখে শশীকলাকে এআইএডিএমকে-তে ফেরাতে রাজি পনিরসেলভাম!

Google Oneindia Bengali News

একের পর এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে তামিলনাড়ুতে এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ধাক্কা খেতে চলেছে। আর এই পরিস্থিতিতে দলে চিন্নাম্মা বা শশীকলাকে ফিরিয়ে আনার বিষয়ে নমনীয় হলেন তামিল উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে দলের সেকেন্ড ইন কমান্ড ই পনিরসেলভাম। তবে এর জন্য তিনি শশীকলা নটরাজনের জন্য রেখেছেন বিশেষ শর্ত।

শশীকলা নিয়ে পনীরসেলভামের মত

শশীকলা নিয়ে পনীরসেলভামের মত

এআইএডিএমকে নেতা পনিরসেলভামের তরফে এদিন বলেন, 'দলে শশীকলাকে ঢুকতে দেবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রি পালিনিস্বামী। তবে আমার মনে হয়, যেহেতু তিনি তাঁর ৪ বছরের সাজা পুরোটা কাটিয়ে ফিরেছেন, সেক্ষেত্রে দলের গণতান্ত্রিক পরিকাঠামো মেনে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া যেতে পারে।'

শশীকলার সঙ্গে দূরত্ব কমানোর বার্তা দিয়েছেন পনিরসেলভামের

শশীকলার সঙ্গে দূরত্ব কমানোর বার্তা দিয়েছেন পনিরসেলভামের

এর আগে জয়ললিতার মৃত্যুর পর শশীকলার সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল পনিরসেলভামের। এবং পালানিস্বামী পরিচিত ছিলেন শশীকলার ঘনিষঅঠ জন হিসেবে। তবে ২০১৭ সালের সেই দ্বন্দ্ব এখন আর নেই। বরং দলের অন্দরে এখন পনিরসেলভামের টক্কর চলে মুখ্যমন্ত্রী পালানিস্বামীর সঙ্গে। এই পরিস্থিতিতে পালানিস্বামীকে দলে চাপে রাখতে এবং নির্বাচনের মুখে দলের হাল ফেরাতে পনিরসেলভাম শশীকলার সঙ্গে দূরত্ব কমানোর বার্তা দিয়েছেন।

রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলা। কয়েকদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি৷ তারপর থেকেই রাজনীতিতে তিনি কী ঘুঁটি সাজাবেন, সেই নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছিল৷ কিন্তু আজ সব জল্পনায় জল ঢেলে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি৷ পাশাপাশি তিনি এআইএডিএমকে ক্যাডারদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ডিএমকে পরাজিত করার বার্তা দেন৷

শশীকলা ৪ বছরের কারাদণ্ডে ছিলেন

শশীকলা ৪ বছরের কারাদণ্ডে ছিলেন

প্রসঙ্গত, দুর্নীতির দায়ে শশীকলা ৪ বছরের কারাদণ্ডে ছিলেন৷ মুক্তির পর রাজনৈতিক মহলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে আশায় বুক বাঁধছিল তাঁর ভক্তেরা৷ তাঁর মাঝে মসনদ ত্যাগের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ তাঁর পুরানো দল এআইএডিএমকে৷

<strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে</strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে

English summary
Panneerselvam willing to accept Sasikala in to AIADMK's fold if she accepts current party structure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X