For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনে বিজেপি শাসিত রাজ্যের এই কেন্দ্রে সহজ জয় কংগ্রেসের, জয়োল্লাস রাহুল শিবিরের

দেশের ১০ বিধানসভা ও ৪ লোকসভা আসনের উপনির্বাচনের ফলাফলের গণনা শুরু হতেই সকালে প্রথম খবরটি আসে মহারাষ্ট্রের সাঙ্গলির পালুস কোড়েগাঁও কেন্দ্র থেকে।

  • |
Google Oneindia Bengali News

দেশের ১০ বিধানসভা ও ৪ লোকসভা আসনের উপনির্বাচনের ফলাফলের গণনা শুরু হতেই সকালে প্রথম খবরটি আসে মহারাষ্ট্রের সাঙ্গলির পালুস কোড়েগাঁও কেন্দ্র থেকে। সেখানে বিধানসভা উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন কংগ্রেসের বিশ্বজিৎ পি কদম।

উপনির্বাচনে বিজেপি শাসিত রাজ্যের এই কেন্দ্রে সহজ জয় কংগ্রেসের, জয়োল্লাস রাহুল শিবিরে

উল্লেখ্য, বিজেপি শাসিত মহারাষ্ট্রে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় কোনও কংগ্রেস প্রার্থীর জয়লাভের ঘটনা নিঃসন্দেহে একটি বড় ঘটন। উল্লেখ্য, এই আসনে শিবসেনা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে দেওয়াতে , বিজেপি প্রার্থী তুলে নেয়। এদিনই ভোটে জিতে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেছেন। এদিকে, মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনার রাজনৈতিক লড়াইয়ের মাঝে কংগ্রসের এই জয়, বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর প্রবাব জাতীয় রাজনীতিতে কতটা পড়ে সেদিকে নজর রয়েছে সকলের।

অন্যদিকে, মহারাষ্ট্রের পলঘর, ভান্ডারা-গোন্ডিয়া সব একাধিক এলাকায় চলছে লোকসভা উপনির্বাচন। পলঘরে বিজেপি সাংসদ চিন্তামন ওয়াঙ্গার মৃত্যু ও ভান্ডারা-গোন্ডিয়াতে বিজেপি সাংসদ নানা পাটোলের ইস্তফার জেরে উপনির্বাচন সংগঠিত হয়। আজ শুরু হয় তার ফলঘোষণা। এছাড়াও ,পাঞ্জাবের শাহকোট, উত্তরাখণ্ডের থারালি, মেঘালয়ের আম্পাতি, কেরলের চেনগান্নুর, বিহারের জোকিহাট, ঝাড়খণ্ডের গোমিয়া, সিল্লি, পশ্চিমবঙ্গের মহেশতলা, উত্তরপ্রদেশের নূরপুর,ও কর্ণাটকের আরআর নগরে বিধানসভা উপনির্বাচনের ফলঘোষণা করেন। এছাড়াও উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া, পলঘর ও নাগাল্যান্ডের একটিমাত্র লোকসভা আসনেরও উপনির্বাচনের ফলঘোষণা আজ।

English summary
Palus-Kadegaon By-election: Congress Candidate Vishwajeet Kadam Elected Unopposed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X