For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সভায় বিক্ষোভের ভয়! 'অভূতপূর্ব' ব্যবস্থা বিজেপি শাসিত রাজ্যে

প্রধানমন্ত্রী মোদীর সভায় বিক্ষোভের ভয়ে অভূতপূর্ব বন্দোবস্ত ঝাড়খণ্ডের পালামৌ-এ।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী মোদীর সভায় বিক্ষোভের ভয়ে অভূতপূর্ব বন্দোবস্ত ঝাড়খণ্ডের পালামৌ-এ। সেখানে কালো পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরে বিতর্ক এড়াতে তালিকা থেকে কালো জুতো সরানো হয়। ৫ জানুয়ারি ঝাড়খণ্ডের পালামৌতে সভা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর সভায় বিক্ষোভের ভয়! অভূতপূর্ব ব্যবস্থা বিজেপি শাসিত রাজ্যে

পালামৌ-এর পুলিশ সুপার ইন্দ্রজিত মাহাতর ২৯ ডিসেম্বর এক নির্দেশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, জামা, প্যান্ট, শাল, সোয়েটার, মাফলার, মোজা, টাই, ব্যাগ কিংবা জুতো অনুষ্ঠানে কোনওটাই কালো হবে না। অর্থাৎ কালো জিনিস পড়ে ঢোকা যাবে না। পুলিস সুপারের নির্দেশের জেরে বিতর্ক দেখা দেয়। এরপর নির্দেশের তালিকা থেকে জুতো সরিয়ে নেওয়া হয়।

লাতেহার, গারোয়া, চাত্রা, পালামৌ-এর ডেপুটি কমিশনারদের দেওয়া পুলিশ সুপারের নির্দেশে বলা হয়েছে, ৫ জানুয়ারি সফরে আসছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে যাঁরা আসবেন তাঁদের সবাইকেই যাতে আগে থেকে বলে দেওয়া হয়, কেউই কালো রঙের কোনও জিনিস নিয়ে ঢুকতে পারবেন না। আগত সবাইকেই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

সূত্রের খবর অনুযায়ী, নির্দেশ নামা দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ থেকে বাঁচতে। সম্প্রতি মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে কালো পতাকা দেখিয়েছিলেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। বিক্ষোভকারীরা তাঁদের কাজকে নিয়মিত করার দাবি করেছিলেন। একইসঙ্গে সরকারি শিক্ষকদের মতো বেতনও দাবি করেছিলেন তাঁরা।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অতিথিকে সম্মান করার কথা বলেছেন পুলিশ সুপার। এপর এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলেছেন। সংগঠনগুলি প্রধানমন্ত্রীর সভায় বিক্ষোব না দেখানোর ব্যাপারে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন তিনি।

English summary
Palamu Police Super bans black dress, bag for PM Modi event on 5th January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X