For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ওঁকে সম্মানের সঙ্গে ফেরত পাঠান', নিখোঁজ পাইলটকে নিয়ে প্রকাশিত ভিডিও ঘিরে সরব পাকিস্তানিরাই

পাকিস্তানের দাবি , পাক ভূখণ্ডে এক ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বিমান পৌঁছতেই তাকে গুলি করে নামিয়ে দেয় পাকিস্তান। গ্রেফতার করা হয় ভারতীয় বায়ুসেনার কমান্ডরকে। যে কমান্ডরের নাম অভিনন্দন ভর্থমান।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের দাবি , পাক ভূখণ্ডে এক ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বিমান পৌঁছতেই তাকে গুলি করে নামিয়ে দেয় পাকিস্তান। গ্রেফতার করা হয় ভারতীয় বায়ুসেনার কমান্ডরকে। যে কমান্ডরের নাম অভিনন্দন ভর্থমান। তবে ভারত পাকিস্তানের এই দাবিতে খতিয়ে দেখছে বলে জানিয়েছে। পাক হাই কমিশনরকে এই বিষয়ে খোঁজ নিতে ডেকেও পাঠানো হয়েছে দিল্লিতে।

যুদ্ধ নয়!

এদিকে পাকিস্তানে এই ভিডিও ছড়িয়ে যেতেই সেদেশের শান্তিকামী মানুষ একযোগে সরব হয়েছেন। তাঁদের দাবি , যুদ্ধকে তাঁরা কোনও মতেই সমর্থন করেন না। আর সেজন্যই ধৃত ভারতীয় পাইলট বলে পাকিস্তান যে ব্যক্তির ছবি দেখাচ্ছে ,তাঁকে সসম্মানে ছেড়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে।

ওনাকে সম্মান দিন!

প্রসঙ্গত একাধিক ভিডিও ও ইন্টারনেটে ভেসে আসা ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তান যাঁকে ভারতীয় পাইলট হিসাবে দাবি করছে , সেই ব্যক্তি আহত। তাঁর মুখ ফেটে রক্ত ঝরতে দেখা যাচ্ছে। আর সেই অবস্থাতেই শরীরে আঘাতকে সঙ্গে নিয়েই তাঁকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ভিডিও করা হয়েছে। মুখ দিয়ে রক্ত ঝরে পড়া অবস্থাতেই তাঁকে নাম , পরিচয় জিজ্ঞাসা করে তা ভিডিও বন্দি করা হয়। চরম হেনস্থা করা হয় তাঁকে। আর সেই ছবি বহু ভিডিওতেই উঠে আসছে। যা ঘিরে রীতিমত সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন বেশ কয়েকজন।

নিখোঁজ মিগ ২১

ভারতের তরফে জানানো হয়েছে ভারতের মিগ ২১ এখনও পর্যন্ত নিখোঁজ। নিখোঁজ রয়েছেন বায়ুসেনার পাইলটও। তবে তিনি যে পাকিস্তানের আওতাতেই আছেন, তা নিশ্চিত করেনি দিল্লি। সেই বিষয়টি নিয়ে পাকিস্তানের দাবি খতিয়ে দেখছে ভারত। বহু পাকিস্তানিই দাবি করেছেন ওই পাইলটকে যেন ছেড়ে দেওয়া হয়। তাঁকে ভারতে যেন ফিরে যেতে দেওয়া হয়।

ওনাকে সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া হোক!

ভারতীয় সেনার ক্যাপ্টেন সৌরভ কালিয়ার দেহ সীমান্তে কিভাবে ছিন্নভিন্ন করে দিয়েছিল পাকিস্তানি সেনা তার স্মৃতি আজও ভুলতে পারেনি ভারত। এদিকে, আজ পাকিস্তানের দাবি তাদের হাতে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় পাইলট। এক ভিডিও পোস্ট-এ দেখা যায় পাকিস্তানের একটি জায়গা থেকে ওই ব্যক্তিকে হাত, চোখ মুখ বেঁধে ধরে নিয়ে যাওয়া হয়। যে ব্যক্তিকে পাকিস্তান ভারতীয় পাইলট বলে দাবি করছে। দেখা যায়, সেই ব্যক্তিকে ঘিরে ধরে মারধরের উদ্যোগ নিতে থাকে সমবেত পাক জনতা। এরপরই এক টুইট বার্তায় এক পাকিস্তানি নাগরিক জানান, ধৃতকে পাকিস্তানের সেরা চিকিৎসা দেওয়া হোক। তাঁকে যোগ্য সম্মান দেওয়া হোক।

English summary
Pakistanis on twitter reacts after Pakistan Releases Video Of Indian Pilot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X