For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হায়দরাবাদে বহুদিন ধরে থাকা পাকিস্তানিদের ফেরানো হবে না', বিধায়কের বক্তব্যে তোলপাড় শুরু

'হায়দরাবাদে বহুদিন ধরে থাকা পাকিস্তানিদের ফেরানো হবে না', বিধায়কের বক্তব্যে তোলপাড় শুরু

  • |
Google Oneindia Bengali News

সিএএ ও নাগরিকত্ব ইস্যুতে যখন গোটা দেশ জ্বলছে তখন ফের একবার এই ইস্যু উস্কে গিয়েছে তেলাঙ্গানার রাষ্ট্র সমিতির বিধায়কের এক মন্তব্য ঘিরে। টিআরএস বিধায়কের বক্তব্য হায়দরাবাদে বসবাসকরী পাকিস্তানিদের ঘিরে উঠে আসে। আর তা নিয়েই তেলগু রাজনীতিত আঙিনায় তাপ উত্তাপ চড়ে।

টিআরএস বিধায়কের দাবি

টিআরএস বিধায়কের দাবি

টিআরএস বিধায়ক আরেকাপুড়ি গান্ধী এক সভায় বলেছেন, যে সমস্ত পাকিস্তানিরা হায়দরাবাদে অনেকদিন ধরে রয়েছেন, তাঁদের আর ফিরতে হবে না দেশে। তবে যাঁরা নতুন, তাঁদের সঙ্গে এমন হবে না। আর এই বক্তব্য নিয়েই ময়দানে নেমে পড়েছে বিজেপি।

 গেরুয়া শিবিরের বক্তব্য

গেরুয়া শিবিরের বক্তব্য

টিআরএস বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে বিজেপি। তাদের দাবি , এমন বিতর্কিত কথা কিছুতেই বলতে পারেননা বিধায়ক। এছাড়াও বিধায়ককে নিয়ে বিজেপির দাবি যে ,আরেকাপুড়ি গান্ধী বলেছেন তাঁর পার্টি পাকিস্তান থেকে আসা মুসলিমদেরও নিরাপত্তা দেবে। আর বিজেপির এই দাবি ঘিরেই বিজেপি বিরোধিতা শুরু করেছে।

'আমি বেঁচে থাকতে হবে না..'

'আমি বেঁচে থাকতে হবে না..'

'যদি দরকার পড়ে, আমরা একটা বৈঠক আয়োজন করব, প্রস্তাব পাশ করব সিএএ নিয়ে , যা পাঠানো হবে কেন্দ্রের কাছে। জেনে রাখুন.. যদি আপনাদের ঠিকানা না থাকে, আপনারা পাকিস্তান থেকে এসেছেন। কিম্বা রাজস্থান, মহারাষ্ট্র, বা কর্ণাটকই হোক, আর আপনাদের যদি পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয় , তাহলে তা হবে না, অন্তত আমি বেঁচে থাকতে হবে না। ' এই বক্তব্য উঠে আসে টিআরএস বিধায়কের কণ্ঠে। তবে বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে.

সিএএ-লাভ তুলে নিয়েছে বিজেপি, পুরভোটে আর 'হাইলাইট’ নয়! এবার নয়া 'গেম’ সিএএ-লাভ তুলে নিয়েছে বিজেপি, পুরভোটে আর 'হাইলাইট’ নয়! এবার নয়া 'গেম’

English summary
Pakistanis living in Hyderabad for long won't be sent back says TRS MLA .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X