For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির রামলীলা ময়দানে মোদীর ওপর পাকিস্তানি জঙ্গিদের হামলার ছক! গোয়েন্দা সূত্রে উঠে এল তথ্য

দেশ জুড়ে একাধিক জায়গায় যখন ক্রমাগত নাগরিকত্ব ইস্যুতে অশান্তির ছবি উঠে আসছে , তখন দেশের প্রধানমন্ত্রীর ওপর পাক জঙ্গিদের হামলার ছক ঘিরে উঠে আসছে চাঞ্চল্যর খবর।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে একাধিক জায়গায় যখন ক্রমাগত নাগরিকত্ব ইস্যুতে অশান্তির ছবি উঠে আসছে, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর পাক জঙ্গিদের হামলার ছক ঘিরে উঠে আসছে চাঞ্চল্যর খবর। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, দিল্লির রামলীলা ময়দানে এবার ভারতের প্রধানমন্ত্রীকে নিশানা করে নাশকতার ছক রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠনের।

হামলা হওয়ার আশঙ্কা কবে?

হামলা হওয়ার আশঙ্কা কবে?

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী প্রাকশিত এক রিপোর্টে জানা গিয়েছে , দিল্লির রামলীলা ময়দানে আগামী ২২ ডিসেম্বর নরেন্দ্র মোদীকে নিশানায় রেখে নারকীয় হামলা চালাতে পারে পাকিস্তানের জঙ্গি সংগঠন। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশ ও স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপকে অবহিত করেছেন ভারতীয় গোয়েন্দারা।

 কোন পাকিস্তানি সংগঠনের হামলার ছক?

কোন পাকিস্তানি সংগঠনের হামলার ছক?

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের তরফে এমন হামলার ছক করা হচ্ছে বলে জানা যাচ্ছে গোয়ান্দাসূত্রে। গোয়েন্দাদের দাবি, ইতমধ্যেই রামলীলা ময়দানে মোদীকে টার্গেট করতে ভারতে বেশ কয়েকজন জইশ জঙ্গি প্রবেশ করেছে। রামলীলা ময়দানে প্রচুর জনসমাগমের মধ্যে ভিড়ে মিশে গিয়ে তারা এই হামলা চালাতে পারে বলে খবর।

হামলার আশঙ্কা ঘিরে কী জানানো হয়েছে ?

হামলার আশঙ্কা ঘিরে কী জানানো হয়েছে ?

গোয়েন্দাদের দাবি, নাগরিকত্ব ইস্যুতে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লি পুলিশ যেন সতর্কতা অবলম্বন করে । এক্ষেত্রে যেভাবে কয়েকদিন ধরে পাকিস্তানের তরফে কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ হচ্ছে ,তাতে দিল্লির নিরাপত্তার বিষয়টি প্রাসঙ্গিক হয়ে পড়ছে। আগামী ২২ ডিসেম্বর রামলীলা ময়দানে নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকতে চলেছেন। ফলে দিল্লি পুলিশ যেন নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকে, বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

 শমশের ওয়ানির চিঠি ও আইএসআই

শমশের ওয়ানির চিঠি ও আইএসআই

এর আগে ২০১৯ সালের অক্টোবরেও মোদীর ওপর হামলা নিয়ে পাক জঙ্গিদের ছক নিয়ে সতর্কবার্তা পাঠায় ভারতীয় গোয়েন্দা বিভাগ। সেই সময় জইশ জঙ্গি শমশের ওয়ানির লেখা একটি চিঠি গোয়েন্দাদের হাতে এসে পৌঁছয়। সেখানে কাশ্মীরে ৩৭০ ধারার প্রতিবাদে মোদীকে নিশানায় রাখার বার্তা দেওয়া হয়েছিল। তারও আগে ২০১৯ সালের জুলাই মাসে আলকায়দার কাশ্মীরের সংগঠন আনসার ঘাজওয়াতও নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষেছে বলে জানা গিয়েছিল।

 কোন এলাকা ক্ষতিকারক মোদীর পক্ষে?

কোন এলাকা ক্ষতিকারক মোদীর পক্ষে?

বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে, দিল্লিতেই মোদীকে নিশানা করার চেষ্টা করে চলেছে পাকিস্তান সমর্থিত জঙ্গি শিবিরগুলি। আর সেই প্রেক্ষাপটে গোয়েন্দাদেরহাতে এসে পৌঁছেছে একাধিক ব্যক্তি ও সংগঠনের নাম।

উত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভে হিংসা ছড়ানোর দায়ে ধৃতদের মধ্যে রয়েছে বাঙালিও, জানালেন ডিজিপিউত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভে হিংসা ছড়ানোর দায়ে ধৃতদের মধ্যে রয়েছে বাঙালিও, জানালেন ডিজিপি

আলিগড়ে জারি লাল সতর্কতা, সিএএ বিরোধী বিক্ষোভ রুখতে মোতায়েন ১৪ কোম্পানি আধাসেনাআলিগড়ে জারি লাল সতর্কতা, সিএএ বিরোধী বিক্ষোভ রুখতে মোতায়েন ১৪ কোম্পানি আধাসেনা

English summary
Pakistani Terror Groups Can Target Prime Minister Modi At Ramlila says Indian intelligence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X