For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর সীমান্তে গ্রেফতার পাকিস্তানি চর, উদ্ধার মানচিত্র, সিমকার্ড

জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে এক পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করেছে জওয়ানরা। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গুপ্তচরের কাছ থেকে দুটি পাকিস্তানি সিম কার্ড ও একটি মানচিত্র পাওয়া গিয়েছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ২২ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে এক পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করেছে জওয়ানরা। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গুপ্তচরের কাছ থেকে দুটি পাকিস্তানি সিম কার্ড ও একটি মানচিত্র পাওয়া গিয়েছে যেখানে দেখানো হচ্ছে কোথায় কোথায় সীমান্তরক্ষীরা প্রহরায় রয়েছে। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

সেনা সূত্রে জানা গিয়েছে, গুপ্তচরের নাম বোধ রাজ। সে জম্মু জেলার আরনিয়ার বাসিন্দা। এখন তাকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের যে চেষ্টা চলছে সে সেই বৃহত্তম নেটওয়ার্কের অংশ কিনা। [কাশ্মীরে গোলমাল বাঁধানোর পিছনে শুধু পাকিস্তান নয়, রয়েছে অন্য একটি দেশও]

সীমান্তে গ্রেফতার পাকিস্তানি চর, উদ্ধার মানচিত্র, সিমকার্ড

এর আগে গত অগাস্টে রাজস্থানে এক পাক গুপ্তচর গ্রেফতার হয়েছিল। তার কাছেও সীমান্ত এলাকার মানচিত্র ও ছবি পেয়েছিলেন গোয়েন্দারা। [ফের পরাধীন হতে পারে পাকিস্তান, আশঙ্কা সেদেশের সেনেটরদেরই!]

শুক্রবারই সীমান্ত এলাকায় ভারতের সেনা জওয়ানের পাল্টা গুলিতে এক পাক সেনার মৃত্যু হয়েছে। হীরানগরের কাছে সীমান্তে এই ঘটনা ঘটেছে। যদিও পাকিস্তান তা সরাসরি অস্বীকার করেছে। তার পাশাপাশিই এই গুপ্তচর পুলিশের জালে ধরা পড়েছে। [এমন মিসাইল বানাচ্ছে ভারত যা দিয়ে একলপ্তে গোটা পাকিস্তানকে নিশানা করা যাবে]

জানা গিয়েছে, বুধবার রাত থেকেই সীমান্তে বিএসএফের পোস্ট লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে চলেছিল পাকিস্তান সেনা। এই ঘটনায় এক বিএসএফ কনস্টেবল গুরনাম সিং আহতও হন। তারপরই গুলির জবাব দেয় ভারত।

উরি হামলার পরে ভারত সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল অ্যাটাক করার পরই পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে।

English summary
Pakistani Spy Arrested In Jammu And Kashmir's Samba, SIM Cards, Map Found
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X