For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

' পাক কবি ফৈজ পাকিস্তানের শত্রু ছিলেন, ওঁকে ভারত বিরোধী বানিয়েছে বিজেপি ', দাবি শিবসেনার 'সামনা'র

' পাক কবি ফৈজ পাকিস্তানের শত্রু ছিলেন, ওঁকে ভারত বিরোধী বানিয়েছে বিজেপি ', দাবি শিবসেনার 'সামনা'র

  • |
Google Oneindia Bengali News

এই বিতর্কের শুরুটা নাগরিকত্ব ইস্যু নিয়ে। আর ঘটনাস্থল ছিল কানপুর আইআইটি। সেখানে নাগরিকত্ব ইস্যুর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে উঠেছিল পাকিস্তানি কবি ফৈজের কবিতার কয়েকটি লাইন। যে কবিতা সোশ্যাল মিডিয়ায় ছড়াতেও দেরি হয়নি। মুহূর্তে প্রশ্ন উঠতে থাকে , পাকিস্তানি কবির লেখা কবিতার প্রাসঙ্গিকতা কী রয়েছে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে? বিতর্ক ওঠে পাকিস্তানি কবি ফৈজ সত্যিই কি পাকিস্তান বিরোধী ছিলেন? ছাত্রদের বিক্ষোভ ছাপিয়ে বড় হয়ে উঠতে থাকে সেই বিতর্ক। আর এই প্রসঙ্গে এবার মুখ খুলেছে শিবসেনা। ভারতীয় রাজনীতিতে যাদের কট্টর পাকিস্তান বিরোধী বলে জানা যায়।

'সীমান্ত আর ধর্মের বিচ্ছেদ কবির উপর আনা যাবে না'

'সীমান্ত আর ধর্মের বিচ্ছেদ কবির উপর আনা যাবে না'

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের লেখা একটি সম্পাদকীয় 'সামনা'য় প্রকাশ পেয়েছে সদ্য। সেখানে পাকিস্তানি কবি ফয়াদের সম্পর্কে রাউত লেখেন,' ফৈজ পাকিস্তানের শত্রু ছিলেন। ওনাকে ভারত বিরোধী বানিয়েছে বিজেপি। যতদিন তিনি জীবীত ছিলেন, ততদিন তিনি পাকিস্তানি সেনার বিরোধিতা করে গিয়েছেন। প্রতিবাদের সাহিত্য ভারত অনেক দেখেছে। '

'হাম দেখেঙ্গে' বিতর্ক ও আইআইটি কানপুর

'হাম দেখেঙ্গে' বিতর্ক ও আইআইটি কানপুর

আইআইটি কানপুরে সিএএ ঘিরে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের কয়েকজন পাকিস্তানি কবি ফৈজের লেখা কবিতা 'হাম দেখেঙ্গে'। যে কবিতা আওড়ানো নিয়ে আইআইটি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। বিতর্ক ওঠে এই কবিতা 'হিন্দু বিরোধী' বলে। উল্লেখ্য, সিএএ ও জামিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ধুন্ধুমার পরিস্থিতির প্রতিবাদে ছিল আইআইটির পড়ুয়াদের এই বিক্ষোভ।

 শিবসেনার দাবি

শিবসেনার দাবি

শিবসেনা নিজের সম্পাদকীয়তে জানিয়েছে, 'এটা সময় ছিল যখন সরকারের বিরুদ্দে কেউ বললেই তাঁকে জেলে পাঠানো হত। আর এখন তা চিন আর ইরানে হয়। আর আমাদের দেশে সরকারের বিরুদ্ধে কিছু বললেই সেটা হয়ে যায় দেশদ্রোহিতা।'

English summary
Pakistani Poet Faiz on Shivsena's Editorial of Saamana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X