For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে হামলাকারীকে 'স্বাধীনতা সংগ্রামী' আখ্যা দিয়ে স্তুতি পাকিস্তানি সংবাদমাধ্যমে

পাকিস্তানি সংবাদমাধ্যম ভারতীয় সেনা কনভয় হামলা চালানো আদিলকে স্বাধীনতা সংগ্রামী তকমা দিয়ে স্তুতি শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

সারা বিশ্ব পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে। সারা বিশ্ব আত্মঘাতী জঙ্গি আদিল দারের এই হামলার বাকরুদ্ধ। সকলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার দাবি জানিয়েছে। সেখানে পাকিস্তানি সংবাদমাধ্যম ভারতীয় সেনা কনভয় হামলা চালানো আদিলকে স্বাধীনতা সংগ্রামী তকমা দিয়ে স্তুতি শুরু করেছে।

কাশ্মীরে হামলাকারীকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা পাকিস্তানে

পাকিস্তানি সংবাদমাধ্যম যেন-তেন প্রকারে প্রমাণের চেষ্টা করছে যে এই হামলা জইশ ই মহম্মদ জঙ্গিদের দ্বারা ঘটানো হয়নি। যেখানে জইশ জঙ্গি সংগঠন নিজেরাই এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

পাকিস্তানি সংবাদপত্র দ্য নেশন লিখেছে, স্বাধীনতা সংগ্রামী হামলা করেছে। যার অর্থ স্পষ্ট, পাকিস্তান সরকার একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে কাঁদুনি গাইলেও সেদেশের সংবাদমাধ্যম সমানে বিষ ঢেলে চলেছে। বেশিরভাগ পাকিস্তানি সংবাদমাধ্যমের সুরই এক্ষেত্রে এক।

ঘটনা হল, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী সেদেশের সরকার ও প্রশাসনের পূর্ণ মদতে ভারতে কাশ্মীর সহ নানা প্রান্তে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে চলেছে। এক্ষেত্রে জইশ ছাড়াও লস্কর জঙ্গি সংগঠন সমানে ভারতকে চ্যালেঞ্জ করে চলেছে। আর তাদের সবরকম সমর্থন জুগিয়ে চলেছে পাকিস্তানের সরকার। এবার সংবাদমাধ্যমও আরও ভালোভাবে সেই ষড়যন্ত্রের সঙ্গী হয়ে উঠল।

পাকিস্তানের মদতে জঙ্গি আদিল ৪৪ জন সিআরপিএফ সেনাকে হত্যা করে নিজে শহিদ হয়েছে। জইশ পাকিস্তানে বসে এই নাশকতার ব্লু প্রিন্ট তৈরি করেছে। অথচ পাকিস্তানি সংবাদমাধ্যম সেসব না দেখিয়ে ভারত বিরোধিতা করে চলেছে।

English summary
Pakistani media praises Pulwama suicide bomber Adil Dar as freedom fighter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X