For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দূতাবাসে পাক নাগরিকের স্ত্রীকে আটকানোর অভিযোগ নস্যাৎ করল ভারত

স্ত্রীকে জোর করে আটকে রাখার অভিযোগ তুলে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে তোপ দাগলেন তাহির নামের এক পাকিস্তানি নাগরিক।

Google Oneindia Bengali News

স্ত্রীকে জোর করে আটকে রাখার অভিযোগ তুলে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে তোপ দাগলেন তাহির নামের এক পাকিস্তানি নাগরিক। যদিও তাঁর সমস্ত অভিযোগ নস্যাৎ করে ভারত জানিয়েছে , তাহিরের স্ত্রী উজমা সাহায্য চাওয়াতেই এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

তাহিরের অভিযোগ, তাঁর সদ্য বিবাহিত স্ত্রী উজমাকে নিয়ে তিনি ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে যান। তখনই তাঁর উজমাকে আটকে রাখে ভারতীয় হাইকমিশন। এবিষয়ে জাহির একটি এফআইআরও দায়ের করেছে। যাতে অভিযোগ করা হয়েছে যে উজমা কোথায় রয়েছে তা তাহিরকে জানাচ্ছেনা ভারতীয় দূতাবাস।

ভারতীয় দূতাবাসে পাক নাগরিকের স্ত্রীকে আটকানোর অভিযোগ নস্যাৎ করল ভারত

এদিকে, ভারতীয় দূতাবাস সূত্রের দাবি , পাক নাগরিক তাহিরের স্ত্রী উজমা জন্মসূত্রে ভারতীয়। উজমার অভিযোগ ছিল, তাহিরের দুটি বিয়ে রয়েছে। তাই সে ভারতীয় দূতাবাসের কাছে সাহায্য চায়। বিষয়টি নিয়ে পাক ফরেন অফিসের সঙ্গে যোগাযোগ করছে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস। উজমা ভারতীয় দূতাবাসে রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ফরেন অফিসও।

English summary
Pakistani man claims Indian High Commission detained wife, India says she sought help as he was already married
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X