মন্দিরের মাথায় 'পাকিস্তানের পতাকা', তীব্র উত্তেজনা মধ্যপ্রদেশের নরসিংপুরে
হনুমান মন্দিরের মাথায় উড়ছে পাকিস্তানি পতাকা। এমনই চিত্র বিজেপি শাসিত মধ্য়প্রদেশের নরসিংপুর জেলায়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ধর্মীয় অশান্তি ছড়ানোর অভিযোগে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

রাজধানী ভোপাল থেকে প্রায় ১৯০ কিমি দূরে নরসিংপুর শহর। সেখানকার পঞ্চমুখী হনুমান মন্দিরের মাথায় শুক্রবার পাকিস্তানের পতাকা নজরে আসে স্থানীয়দের। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়া পড়ে গোটা এলাকায়। ঘটনার ছবি সোশ্যাল সাইটে দেওয়ার চেষ্টাও হয়। খবর পেয়ে মন্দির কর্তৃপক্ষ পতাকাটি সরিয়ে ফেলে। অশান্তি এড়াতে ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসনও।
মন্দিরের মাথায় থাকা পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকার পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। পাকিস্তানের সবুজ পতাকার ওপর চাঁদ থাকে, আর তার ওপর থাকে একটি নক্ষত্র। এক্ষেত্রে চাঁদটি উল্টো ভাবে রয়েছে। শুধু পতাকাই নয়, মন্দিরের গায়ে হুমকির বার্তাও লেখা হয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছে বেশ কয়েকটি হিন্দু সংগঠন।
নরসিংপুর কোতোয়ালি থানার ইনচার্জ অখিলেশ দাহিয়া জানিয়েছেন, কীভাবে স্থানীয়দের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে, মন্দিরের সিসিটিভি খারাপ হওয়ায় দোষীদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে, মন্দিরের আশপাশে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জারি হয়েছে ১৪৪ ধারা।