For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি নৌকার দেখা মিলল ভারতীয় জলসীমার কাছে ! উৎসবের মরশুমে ব্যাপক চাঞ্চল্য, শুরু তল্লাশি

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়াকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের শৈত্য আরও বেড়েছে। ভারত-পাকিস্তান সম্পর্ক এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কোন খাতে বইতে পারে তা নিয়ে কৌতূহল ছিলই। এমন এক পরিস্থিতিতে বারবার ইসলামাবাদ দিল্লিকে আক্রমণ করে পরমাণু যুদ্ধের হুমকি দিতে থাকে। অন্যদিকে, ভারতীয় গোয়েন্দা সূত্র আঁচ করতে শুরু করে দেয় যে পাকিস্তান নিজের জঙ্গি লঞ্চপ্যাড তৈরি রেখে জলপথে হামলাার ছক কষছে। আর সেই আশঙ্কা খানিকটা উস্কে দিয়ে গুজরাত সীমান্তের জলপথে ঘটে গিয়েছে সন্দেহজনক ঘটনা।

হারামি নালায় নৌকা!

হারামি নালায় নৌকা!

একটি ন, দুটি পাকিস্তানি নৌকা দেখা গিয়েছে গুজরাতের কচ্ছ সংলগ্ন হারামি নালায়। বিএসএফ-এর নজরদারিতে এই দুটি নৌকা দেখা গিয়েছে। জানা গিয়েছে, পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানের এই দুটি নৌকা সেখানে রয়েছে। ফলে চরম তৎপরতায় শুরু হয়ে গিয়েছে তল্লাশি।

পাক নৌকা ও হারামি নালা

পাক নৌকা ও হারামি নালা

গুজরাত সংলগ্ন হারামি নালা এমন একটি জায়গা যেখানে , প্রায়ই দেখা যায় পাকিস্তানের নৌকা। বহু সময়ে পাকিস্তানি মৎসজীবীরা এসে সেখানে নৌকী হারিয়ে চলে যায় বলে খবর আসে।

 গোয়েন্দা রিপোর্ট ও পাকিস্তানি নৌকা

গোয়েন্দা রিপোর্ট ও পাকিস্তানি নৌকা

ভারতীয় গোয়েন্দা রিপোর্টে বার বার সতর্ক করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন নাশকতার ঘটনা নিয়ে। সেখানে জনানো হয়েছে, জলপথ ব্যবহার করে গুজরাত ও রাজস্থান সীমান্ত দিয়ে পাকিস্তানি গুপ্তচর তথা জঙ্গিরা মরিয়াভাবে অনুপ্রবেশরে চেষ্টা করে যাচ্ছে। আর সেই চেষ্টার খানিকটা প্রমাণ মিলল আজ।

English summary
Pakistani fishing boat found near kutch, search operations on the way .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X