For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাক কূটনীতিককে সমন ভারতের, কড়া বার্তা পাক হাইকমিশনকে

কাশ্মীরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাক কূটনীতিককে সমন ভারতের, কড়া বার্তা পাক হাইকমিশনকে

Google Oneindia Bengali News

দীপাবলির আগের দিন কাশ্মীরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে কড়া জবাব দিয়েছে পাকিস্তান। প্রতিবাদে পাকিস্তানকে কড়া জবাব দিতে পাক কূটনিতিককে তলব করল ভারত। বিেদশ মন্ত্রকের যুগ্ম সচিব জেপি সিং এই নিয়ে পাক হাইকমিশনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সূত্রের খবর এই নিয়ে পাক হাইকমিসের কাউন্সিলর জাভেদ আলির সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা।

পাক কূটনীতিককে তলব

পাক কূটনীতিককে তলব

জম্মু কাশ্মীরে প্ররোচনা হীন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাক সেনার গুলিতে শহিদ হয়েছে ভারতের দুই জওয়ান। তার তীব্র প্রতিবাদ জানিয়ে পাক কূটনিতিককে তলব করে ভারত। পাক হাইকমিসের কাউন্সিলর জাভেদ আলির সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা। পাল্টা পাকিস্তানের পক্ষ থেকেও ভারতীয় কূটনীতিককে দুবার তলব করা হয় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য।

 পাকিস্তানকে কড়া বার্তা মোদীর

পাকিস্তানকে কড়া বার্তা মোদীর

জয়সলমের সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের সীমান্তের গিকে কেউ চোখ তুলে তাকালে চরম জবাব দেবে ভারত। কোনওভাবেই সীমান্তে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। জওয়ানদের কুর্নিস জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিেয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চিনকে কড়া বার্তা

চিনকে কড়া বার্তা

লাদাখ সীমান্তে চিনের আগ্রাসন নিয়েও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনকে আক্রমণ করে মোদী বলেছেন বিস্তারবাদ একটা মানসিক ব্যামো। তাঁরা ১৮ শতকে বাস করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। লাদাখ সংকট এখনও কাটেনি ভারতের। এখনও দফায় দফায় আলোচনা চলছে দুই দেশের মধ্যে।

 পাকিস্তানের ১১ জওয়ানের মৃত্যু

পাকিস্তানের ১১ জওয়ানের মৃত্যু

শুক্রবারে সংঘর্ষ বিরতি লঙ্ঘনে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারতও। ভারতীয় সেনার গুলিতে পাকিস্তাবের ১১ জন জওয়ান মারা গিয়েছে। জখম হয়েছেন ১৬ জন জওয়ান। দীপাবলির আগের দিন পাকিস্তানের অকারণ গোলাগুলি বর্ষণের তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Pakistani diplomat summon by India to send strong messege to Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X