ফের হামলার ছক পুলওয়ামাতেই, গোপন বৈঠকে তিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ছিল পাক সেনাও
ফের নাশকতার ছক ভূস্বর্গ জম্মু–কাশ্মীরে। এখানকার ন্যাশনাল হাইওয়েতে হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসবাদীরা। এমনই খবর রয়েছে গোয়েন্দা বিভাগের কাছে। সেই অনুযায়ী নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে গোটা উপত্যকা জুড়ে। জানা গিয়েছে, জম্মু–শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে হামলার পরিকল্পনার খবর পাওয়ার পরই সরকারি গাড়িগুলির ওপর নজরদারি বাড়িয়ে দিয়েছে সেনা। স্থানীয় পুলিসকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, এ বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় এই হাইওয়েতেই সেনার কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ–ই–মহম্মদ। এই ঘটনায় প্রাণ হারান বহু জওয়ান।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপরই ফের হামলা চালাবে জঙ্গিরা। পুলওয়ামা হামলার মতই একই ছকে পরিকল্পনা কষেছে তারা। গাড়ি বোমার মাধ্যমেই সেনাদের ওপর হামলা চালাবে বলে জানতে পারে গোয়েন্দারা। পুলওয়ামাতেও গাড়ি বোমা ও আইডির মাধ্যমে হামলা চালানো হয়েছিল। এই কাজে স্থানীয় এক যুবককে কাজে লাগিয়েছিল জঙ্গি গোষ্ঠী। জম্মুর সঙ্গে শ্রীনগরকে যুক্ত করে এই হাইওয়েটি। বিভিন্ন সূত্র মারফৎ হামলার খবর পাওয়ার পরও হাইওয়ের সুরক্ষা ব্যবস্থা মোটেও ভালো নয়। অন্যদিকে আরও এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ন্যাশনাল হাইওয়েতে হামলার পরিকল্পনা করছে লস্কর–ই–তৈবা জঙ্গি গোষ্ঠী। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই হামলা নিয়ে ইতিমধ্যেই পুলওয়ামাতেই পাকিস্তানি সেনা ও আইএসআইয়ের মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠকে সামিল হয়েছিল লস্কর–ই–তৈবা এবং জৈশের মতো শীর্ষস্থানে থাকে জঙ্গি গোষ্ঠীরা। এই দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে জম্মু–কাশ্মীর, ভারতের অন্যান্য রাজ্যে হামলা ও পুলিস খুনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পুলওয়ামার কোনও একটি গোপন ডেরায় এই বৈঠক চলে এবং তিন জঙ্গি গোষ্ঠীকে তাদের কম্যান্ডাররা হামলার দায়িত্ব বন্টন করে দেয়।
গোয়েন্দাদের কাছে খবর রয়েছে জৈশ হামলা চালাবে জম্মু–শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে, লস্কর হামলা চালাবে নিরাপত্তা বাহিনীর ওপর এবং হিজবুল মুজাহিদিন পুলিশ ও রাজনৈতির ব্যক্তিদের ওপর হামলা করবে। সোমবারই সেনা ও পুলিসের যৌথ উদ্যোগে কাশ্মীরের গাণ্ডেরবাল থেকে দুই হিজবুল মুজাহিদিনের জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একে–৪৭ রাইফেল ও কার্তুজ পাওয়া গিয়েছে।