For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু বালোচ নয়, সিন্ধ প্রদেশের বাসিন্দাদের মানবাধিকারও লঙ্ঘিত, মোদীকে বাঁচানোর আর্জি পাক নাগরিকের

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দেশ। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সরব হবে বলে আগেই জানিয়েছে। ভারত যদিও সেবিষয়ে কোনও কথা বলতে রাজি নয়।

Google Oneindia Bengali News

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত-পাকিস্তান দুই দেশ। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সরব হবে বলে আগেই জানিয়েছে। ভারত যদিও সেবিষয়ে কোনও কথা বলতে রাজি নয়। একেবারে অন্য কিছু নিয়ে রাষ্ট্রপুঞ্জে সওয়াল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তান থেকেই মানবাধিকার নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন এক মানবাধিকারকর্মী। তিনি মোদীকে অনুরোধ করেছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দাদের মানবাধিকার নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সরব হোন।

শুধু বালোচ নয়, সিন্ধ প্রদেশের বাসিন্দাদের মানবাধিকারও লঙ্ঘিত, মোদীর কাছে নয়া আর্জি পাক নাগরিকের

পাক মানবাধিকার কর্মী অভিযোগ করেছেন সবচেয়ে সিন্ধ প্রদেশের বাসিন্দারা প্রতি মুহূর্তে ভয়ের মধ্যে থাকতে হয়। এই ভয় থেকে মুক্ত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সিন্ধ প্রদেশে বাস করে কিছুতেই এই ভয় থেকে বেরিয়ে আসতে পারছেন না তাঁরা। এখানকার বাসিন্দাদের মানবাধিকার রক্ষার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুন ভারতের প্রধানমন্ত্রী। কারণ ভারতেও অনেক সিন্ধি বসবাস করেন। এমনই মন্তব্য করেছেন তিনি।

[ বাড়ছে খরচ, কাঁচামাল কিনতে দিতে হচ্ছে জিএসটি, মৃৎশিল্পীদের মধ্যে বাড়ছে ক্ষোভ][ বাড়ছে খরচ, কাঁচামাল কিনতে দিতে হচ্ছে জিএসটি, মৃৎশিল্পীদের মধ্যে বাড়ছে ক্ষোভ]

কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে যখন সরব হয়েছিল পাকিস্তান তখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, পিওকে এবং বালোচের বাসিন্দাদের মানবাধিকারের দিকে আগে নজর দিক পাকিস্তান। বালোচের আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়ে আসছিলেন। এবার যোগ হল সিন্ধের বাসিন্দারা।

 [মমতাকে বাংলায় 'জবাব' মোদীর! জন্মদিনে শুভেচ্ছা ও ধন্যবাদের মোড়কে সুপ্ত রাজনীতিও] [মমতাকে বাংলায় 'জবাব' মোদীর! জন্মদিনে শুভেচ্ছা ও ধন্যবাদের মোড়কে সুপ্ত রাজনীতিও]

English summary
Pakistani activist urged PM Modi to raise the issue of human rights violations in Sindh in UNGA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X