For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২টি বিএসএফ শিবিরে পাকিস্তানি সেনার হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনে মৃত ২ গ্রামবাসী

Google Oneindia Bengali News

২২টি বিএসএফ শিবিরে পাকিস্তানি সেনার হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনে মৃত ২ গ্রামবাসী
জম্মু, ২৩ অগস্ট : ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শনিবার ভোর থেকেই বিএসএফ-এ ২২টি শিবিরে আক্রমণ চালায় পাক সেনা। এই ঘটনায় ২ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। মোট ৭ সাত আহত হয়েছে। এদিন পাকিস্তানের সেনাবাহিনী জম্মুর আরএসপুরা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তেও ভারী গোলা বর্ষণ করে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে দুই গ্রামবাসীর মৃত্যু হয়েছে তাদের নাম মহম্মদ আক্রম ও তাঁর ১৩ বছরের ছেলে আসলম। আক্রমের স্ত্রী ও ৩ সন্তান সহ মোট ৭ জন আহত হয়েছেন। শনিবার সবচেয়ে বেশি গুলিবর্ষণ হয়েছে আরএস পুরার জোদাফার্ম গ্রামে।

আহতদের সকলকে জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাক হামলা এখনও অব্যাহত রয়েছে। গোলা গুলির পাশাপাশি মর্টার শেল দিয়েও হামলা চালানো হচ্ছে। পাক সেনাদের হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারতীয় জওয়ানরাও।

সূত্রের খবর অনুযায়ী, আরএস পুরায় বিএসএফ-এর ১৭টি শিবিরে এবং আন্তর্জাতিক সীমান্তের আরনিয়া সাবসেক্টরে মূলত হামলা চালাচ্ছে পাকিসেনা। পাকিস্তানের হামলার কারণে আরএস পুরার ৩টি গ্রামের প্রায় ২০০০ গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

English summary
Pakistani troops target 22 BSF posts, two killed in ceasefire violation, shelling on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X