For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি আস্তানায় ভারতীয় সেনার অভিযানে ছ্যাকা! কাশ্মীরে ফের গোলাবর্ষণ পাকিস্তানের

Google Oneindia Bengali News

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। এদিন সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান সেনা। আজ সকাল সাড়ে দশটা নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে মর্টার শেল ছোড়ে তারা। ভারতীয় জওয়ানরাও যোগ্য জবাব দেয়।

চলতি বছরে পাক গুলিতে মৃত্যু হয়েছে ২১ জন সাধারণ মানুষের

চলতি বছরে পাক গুলিতে মৃত্যু হয়েছে ২১ জন সাধারণ মানুষের

এর আগে ২৩ জুলাই পুঞ্চ ও কুপওয়ারা জেলার কাসবা সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা। ঘটনায় একজন স্থানীয় জখম হন। চলতি বছরে পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন ও হামলার জেরে ৯৪ জন জখম হয়েছেন৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জন সাধারণ মানুষের।

জঙ্গি আস্তানায় ভারতীয় সেনা অভিযান

জঙ্গি আস্তানায় ভারতীয় সেনা অভিযান

এদিকে জানা যায় রবিবারই এক অভিযানে জঙ্গি আস্তানার খোঁজ মেলে সেনার। সেখান থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। সেই এলাকায় তল্লাশিও চালানো হয়। এর আগে গতসপ্তাহের বৃহস্পতিবারও জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস পায় সেনা। সেখান থেকে উদ্ধার হল চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র।

পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

এর আগে ১৭ জুলাই পুঞ্চের নিয়ন্ত্রণ রেখার পাশে পাকিস্তানি সেনারা গুলি চালায়। এর ফলে এক পরিবারের তিন সদস্য নিহত হন। এছাড়াও ১৪ জুলাই রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখার পাশের অঞ্চলগুলিতে চলেছিল গুলির লড়াই। অপর একটি ঘটনায় খারি কারমারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার পাশের ছোটো গ্রামগুলিতে অর্তকিতে চলে গোলা বর্ষণ। যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গ্রামগুলিতে গোলা বর্ষণ করার জন্য স্থানীয়রা পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

বেড়েছে জঙ্গি কার্যকলাপ

বেড়েছে জঙ্গি কার্যকলাপ

ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে সেনা। এদিকে পাকিস্তানও এই আবহে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতে পর পর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। লাদাখের সুযোগে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে ঢুকিয়ে নাশকতার ছক কষছে। আর পাকিস্তানের সেই অভিসন্ধিতে মদত দিচ্ছে চিন।

জঙ্গিদের মদত দিচ্ছে চিন

জঙ্গিদের মদত দিচ্ছে চিন

গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।

English summary
Pakistan violates cease fire in Kashmir's Poonch after terrorist hideout busted and arms seized
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X