For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুঁশিয়ারিতেও শিক্ষা নেই, কাশ্মীরে টানা তিনদিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

Google Oneindia Bengali News

আজ ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার ঘটনা। এনিয়ে একটানা তিনদিন পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল। শেষ তিনদিনে এই নিয়ে চার বার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এর জেরে প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন জম্মু ও কাশ্মীরের সীমান্তের কাছে বসবাসকারী মানুষ। প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে তাঁদের।

পুঞ্চে বিয়ন্ত্রণরেখাতে কামান দাগে পাক সেনা

পুঞ্চে বিয়ন্ত্রণরেখাতে কামান দাগে পাক সেনা

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ জানান, আজ সকাল সাড়ে ৯টায় পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে। পুঞ্চের কিরনি ও দেগওয়ার অঞ্চলের বিয়ন্ত্রণরেখাতে কামানের মাধ্যমে গোলা বর্ষণ করে পাকিস্তান। তাদের যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনা।

পাকিস্তানকে হুঁশিয়ারি

পাকিস্তানকে হুঁশিয়ারি

এর কয়েকদিন আগেই বায়ুসেনা প্রদান আরকেএস ভাদৌরিয়া পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'আমাদের দেশে কোনও জঙ্গি হামলা হলেই পাকিস্তানকে আরও বেশি চিন্তায় পড়তে হবে। তাদের চিন্তামুক্ত হতে হলে ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করতে হবে।'

সাম্প্রতিক কালে উপত্যকা একাধইক জঙ্গি হামলা

সাম্প্রতিক কালে উপত্যকা একাধইক জঙ্গি হামলা

সাম্প্রতিক কালে উপত্যকার হান্দওয়ারায় জঙ্গির গুলির লড়াইয়ে পাঁচ সেনাকর্মী শহিদ হয়েছেন। দুই জঙ্গি নিকেশ হয়েছে। এরপর থেকে ভয়ে কাঁটা পাকিস্তান। গত ৪ তারিখের এই হামলায় শহিদ চারজনের তিনজনই সিআরপিএফ জওয়ান। এই হামলায় ২ জন সেনাকর্মী, একজন কর্ণেল ও একজন মেজর শহিদ হন।

পাকিস্তানের বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

পাকিস্তানের বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

ঘটনাটি ঘটেছিল গত ২ মে। পর পর দুই লড়াইয়ে চার সেনাকর্মীর শহিদ হওয়ার পর থেকে উপত্যকায় জঙ্গিদের হামলার মুখে রয়েছে ভারতীয় সেনা। পাল্টা জবাবে জঙ্গিদেরও খতম করছে সেনা। জঙ্গি হামলার পাশাপাশি সীমান্ত পার থেকে পাকিস্তানের বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনও জারি রয়েছে।

<strong>করোনা আতঙ্কে আম্ফান-এর উদ্ধারকাজে বাধা! কোথায়, কীভাবে বাঁচবে মানুষ?</strong>করোনা আতঙ্কে আম্ফান-এর উদ্ধারকাজে বাধা! কোথায়, কীভাবে বাঁচবে মানুষ?

English summary
pakistan violated ceasefire third day in a row along loc in kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X