For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জারি ইসলামাবাদের দ্বিচারিতা, কাশ্মীরে পাক সেনার গুলিতে শহিদ ভারতীয় জওয়ান

Google Oneindia Bengali News

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে পাকিস্তান সেনা। শহিদ হন এক ভারতীয় জওয়ান। যথাযোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

শহিদ হন ল্যান্স নায়েক করনাইল সিং

শহিদ হন ল্যান্স নায়েক করনাইল সিং

সেনা সূত্রে খবর, গতরাত সাড়ে আটটা নাগাদ কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনা। পালটা গুলি চালিয়ে জবাব দেয় ভারতীয় সেনাও। উভয়পক্ষের গুলির লড়াই চলাকালীন শহিদ হন ল্যান্স নায়েক করনাইল সিং।

গতরাতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান

গতরাতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান

সেনার এক গণসংযোগ আধিকারিক জানিয়েছেন, 'গতরাতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এক সেনা জওয়ান করনাইল সিং শহিদ হয়েছেন।' এদিকে এদিন সকাল পর্যন্তও গুলির লড়াই চলেছে বলে জানা গিয়েছে।

গত মাসেও পাক সেনার গুলিতে শহিদ হয়েছিলেন জওয়ান

গত মাসেও পাক সেনার গুলিতে শহিদ হয়েছিলেন জওয়ান

এর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হয়েছিলেন সেনার এক জুনিয়র কমিশনড অফিসার। শহিদ জওয়ানের নাম জেসিও রাজেশ কুমার। সেই ঘটনারও কয়েকদিন আগে ৩০ অগাস্টে নওশেরায় পাক সেনার গুলিতে শহিদ হয়েছিলেন আরও এক জেসিও।

কাশ্মীরে জারি সেনার অভিযান

কাশ্মীরে জারি সেনার অভিযান

অগাস্টের শুরু থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। এই অভিযান চলাকালীন এনকাউন্টারে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যুও হয়েছে। অন্যদিকে সীমান্তে মিলেছে সুড়ঙ্গের হদিশ। এই আবহেই আরও তেড়েফুড়ে আক্রমণ শানাচ্ছে পাকিস্তানের সেনা বাহিনী।

নিয়ম করে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

নিয়ম করে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

চলতি বছরে করোনা আবহেও নিয়ম করে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। এদিন পাকিস্তানের এই চুক্তি লঙ্ঘনের বিষয়ে রিপোর্চ পেশ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। রিপোর্টে বলা হয় যে পাকিস্তান চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩১৮৬ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

English summary
Pakistan violated cease fire pact in Kashmir's Poonch as one Indian Army Jawan martyred on thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X