For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান জঙ্গিদের দিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে এখনও চেষ্টা করে যাচ্ছে : রাজনাথ

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের তরফে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন , তাতে রীতিমতো উঠে এসেছে পরমাণু যুদ্ধের বার্তা। যাকে হিংসার নামান্তর হিসাবে দেখছে ভারত। এদিকে, সার্জিক্যাল স্ট্রাইকের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌসেনার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার পাকিস্তানের দিকে তোপ দাগেন।

পাকিস্তান জঙ্গিদের দিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে এখনও চেষ্টা করে যাচ্ছে : রাজনাথ

নৌসেনার তরফে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ' আমরা সবাই জানি , পাকিস্তান ভারতে অশান্তি ছড়াতে সন্ত্রাসকে হাতিয়ার করেছে। আমরা ২৬/১১ ভুলতে পারব না। যদি কোনও কমতি থেকে যায়, তাহলে আবারও এরকম হবে। আমাদের নৌসেরা আর উপকূলরক্ষীরা সবসময় সতর্কতায় থাকবে। '

এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে রাজনাথ সিং জানান, পাকিস্তানেক বোঝা উচিত যে, আইএনএস খান্ডেরির মতো নৌবাহিনী নিয়ে ভারত কোন পর্যায়ে গিয়ে আক্রমণ শানাতে পারে। প্রসঙ্গত, বহুবার , বহু ভাষণা রাজনাথ সিং জানিয়েছেন, সাম্প্রতিককালে জলপথে বার বার ভারত আক্রমণের চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা।

English summary
We know it very well that Pakistan uses terrorism as a tool to destabilise India Says Rajnath .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X