For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তান নিজেই প্রমাণ দিয়ে ফেলেছে ভারতের এয়ারস্ট্রাইকের', ফের স্বমহিমায় নরেন্দ্র মোদী

বিরোধীরা বার বার তাঁকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন পাকিস্তানের বুকে এয়ারস্ট্রাইক নিয়ে। ভারতীয় সেনার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানে কতজন জঙ্গি মারা গিয়েছে

  • |
Google Oneindia Bengali News

বিরোধীরা বার বার তাঁকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন পাকিস্তানের বুকে এয়ারস্ট্রাইক নিয়ে। ভারতীয় সেনার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানে কতজন জঙ্গি মারা গিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের কপিল সিব্বাল থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলওয়ামার ঘটনার জবাব নিয়ে মুখ খুললেন মোদী। এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে পাকিস্তান নিয়ে একাধিক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

প্রমাণের প্রশ্ন

প্রমাণের প্রশ্ন

এদিনের সাক্ষাৎকারে মোদীকে প্রশ্ন করা হয় , ভারতের বিভিন্ন অংশ থেকে এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। চাওয়া হচ্ছে প্রমাণ। এ বিষয়ে মোদী জানান, প্রমাণ পাকিস্তান নিজেই দিয়ে ফেলেছে। ঘটনার পরই পাকস্তান টুইট করে ঘটনার কথা স্বীকার করেই ভারতের এয়ারস্ট্রাইকের প্রমাণ দিয়ে দিয়েছে।

মোদীর বক্তব্য বিরোধীদের

মোদীর বক্তব্য বিরোধীদের

যাঁরা এয়ারস্ট্রাইক নিয়ে প্রমাণ চাইছেন তাঁরা পাকিস্তানের টুইট দেখে নিতে পারেন, বলে এদিন মন্তব্য করেন মোদী।

[আরও পড়ুন: আদবানির প্রশংসায় নরেন্দ্র মোদী, কী প্রতিক্রিয়া মেহবুবার!][আরও পড়ুন: আদবানির প্রশংসায় নরেন্দ্র মোদী, কী প্রতিক্রিয়া মেহবুবার!]

ভারতের উদ্দেশ্য কী ছিল?

ভারতের উদ্দেশ্য কী ছিল?

এদিনের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্পষ্টভাষায় জানান, একটা এমন অপরেশন ভারত চেয়েছিল, যা সেনাকে আঘাত করবে না। যা সেদেশের সাধারণ মানুষকে আঘাত করবে না। তবে একি সঙ্গে জঙ্গি ঘাঁটি ধ্বংস করবে। তিনি বলেন,' আমাদের উদ্দেশ্য কেবলমাত্র জঙ্গি ছিল।'

[আরও পড়ুন: কাশ্মীর সীমান্তে পাক সেনা পোস্ট উড়িয়ে দিল ভারত][আরও পড়ুন: কাশ্মীর সীমান্তে পাক সেনা পোস্ট উড়িয়ে দিল ভারত]

বিরোধীদের জবাব

বিরোধীদের জবাব

এদিনের সাক্ষাৎকারে বায়ুসেনার প্রশংসা করে মোদী বলেন, 'বায়ুসেনা সাফল্যের সঙ্গে আমাদের লক্ষ্যপূরণ করেছে। তবে আমি অবাক হয়ে গিয়েছি বিরোধীদের মন্তব্যে । ওঁদের মন্তব্যে পাকিস্তানের মানুষ খুশি হয়েছেন। এটাই আমার চিন্তা। '

[আরও পড়ুন: 'নির্বাচনের পর তদন্ত হবে, চৌকিদার মোদী জেলে যাবেন', নাগপুরে ঝাঁঝালো রাহুল][আরও পড়ুন: 'নির্বাচনের পর তদন্ত হবে, চৌকিদার মোদী জেলে যাবেন', নাগপুরে ঝাঁঝালো রাহুল]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Pakistan tweeted themselves to give proof of airstrikes conducted post Pulwama attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X