ভারতের পাল্টা জবাবে কাশ্মীর সীমান্তে মৃত ১১ পাকিস্তানি সেনা, থতমত ইসলামাবাদ
শুক্রবার ভারতীয় সেনার পাল্টা জবাবি গোলাবর্ষণে খতম হয় ১১ পাকিস্তানি জওয়ান। গতকাল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনার গোলাবর্ষণে চার ভারতীয় জওয়ান শহিদ হন। শহিদ হন এক বিএসএফ জওয়ানও। এর পাশাপাশি পাঁচ জয় সাধারণ নাগরিকের মৃত্যু হয়।

উরি ও গুরেজ সেক্টরে পাক হামলা
উরি ও গুরেজ সেক্টরে এই হামলার পালটা জবাব দেওয়া হয় ভারতের তরফ। খতম করা হয় ১১ পাকিস্তানি জওয়ানকে। তার মধ্যে ২ থেকে ৩ জন পাকিস্তানি আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো আছেন বলে খবর৷ মৃত্যুর পাশাপাশি ভারতীয় সেনার প্রত্যাঘাতে জখম হয়েছেন পাকিস্তানের আরও ১৬ জওয়ান৷

নড়চড়ে বসেছে পাকিস্তান
পাকিস্তানের আর্মি বাঙ্কার, ফুয়েল ডাম্প এবং লঞ্চ প্যাড ভারতীয় সেনার গুলিতে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা৷ এই ঘটনার পর নড়চড়ে বসে পাকিস্তান। সেদেশের বিদেশ দফতরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভারতীয় কূটনীতিকদের ডেকে পাঠানো হয়। আলোচনা শেষে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ খুরেশি সাংবাদিক বৈঠক করবেন বলে খবর।

চলতি বছরে ৪ হাজার ৫২ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন
চলতি বছরে ৪ হাজার ৫২ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। যার মধ্যে নভেম্বর মাসে ১২৮টি এবং অক্টোবরে ৩৯৪টি সংঘর্ষবিরতির ঘটনা ঘটেছে। গত বছর ৩ বাজার ২২৩ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান, খবর সেনা সূত্র।

হামলার নেপথ্যে জঙ্গি অনুপ্রবেশ
এদিকে পাকিস্তানের এই আচমকা হামলার পিছনে ছিল জঙ্গি অনুপ্রেবেশে মদত দেওয়া। দিওয়ালির আবহে দেশে বড়সড় হামলা চালানোর ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। কয়েক দিন আগেই কাশ্মীরে বিএসএফ আধিকারিক জানিয়েছিলেন যে পাকিস্তান সীমান্তে প্রায় ৩০০ জঙ্গি লঞ্চ প্যাডে অপেক্ষা করে রয়েছে ভারতে ঢোকার জন্যে।
জো বাইডেনের জয়ের পর প্রথমবার মুখ খুলল বেজিং, কোন পথে চিন-মার্কিন সম্পর্ক?