For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের মিথ্যাচারকে ফের একবার সকলের সামনে তুলে ধরল ভারত সরকার

পাকিস্তান এখনও মিথ্যা বলে চলেছে সারা বিশ্বকে। সাংবাদিক সম্মেলন করে সেইসব তথ্যই বিশ্বের সামনে তুলে ধরল ভারত।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান এখনও মিথ্যা বলে চলেছে সারা বিশ্বকে। সাংবাদিক সম্মেলন করে সেইসব তথ্যই বিশ্বের সামনে তুলে ধরল ভারত। এদিন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই পাকিস্তান নিয়ে একেরপর এক তথ্য তুলে ধরেন তিনি। জঙ্গি সংগঠন থেকে শুরু করে ভারতে পাকিস্তানি জেটের ঢোকার চেষ্টা নিয়ে তিনি কথা বলেন।

রবীশ কুমার বলেন, যদি পাকিস্তান দাবি করে যে দ্বিতীয় ভারতীয় এয়ারক্রাফ্টের ধরা পড়ার ভিডিও তাদের কাছে আছে তাহলে তা আন্তর্জাতিক মিডিয়ায় দেখাক। কেন তা করছে না পাকিস্তান?

প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি ভিডিও রেকর্ডিংও ভারতের কাছে রয়েছে যে পাকিস্তান এফ ১৬ বিমান নিয়ে ভারতে ঢুকেছিল। এবং উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান একটিকে মাটিতে টেনে নামান। আমরা চাই এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নজরদারি করুক।

নয়া পাকিস্তানের কথা বলছে পাকিস্তান। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সীমান্ত পার সন্ত্রাস কমাতে ও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পাকিস্তানের নতুন পদক্ষেপ করার প্রয়োজন রয়েছে।

এটা খুব ধিক্কার জানানোর মতো বিষয় যে পাকিস্তান এখনও জইশ ই মহম্মদের অস্তিত্ব অস্বীকার করছে। এমনকী পুলওয়ামা হামলার দায় স্বীকার করার পরও পাকিস্তানি মন্ত্রী বলচেন, জইশ একাজ করেনি। তাই বোঝাই যাচ্ছে ফের জইশকে বাঁচাতে চাইছে পাকিস্তান।

English summary
Pakistan should show 'naya action' against terrorist groups, says Indian MEA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X