For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্কে পাকিস্তান! সীমান্ত পারে জঙ্গিঘাঁটি নিয়ে কোন পদক্ষেপ ইমরান-প্রশাসনের

কাশ্মীরের সীমান্তের এপার জ্বলছে ক্ষোভের আগুন, আর ওপারে শুরু হয়েছে আতঙ্ক! পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর থেকে এদেশ যতটা শোকাহত ততটাই গর্জে উঠেছে নাশকতার প্রতিবাদে।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের সীমান্তের এপার জ্বলছে ক্ষোভের আগুন, আর ওপারে শুরু হয়েছে আতঙ্ক! পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর থেকে এদেশ যতটা শোকাহত ততটাই গর্জে উঠেছে নাশকতার প্রতিবাদে। তবে এদিন সেনা কনভয়ে হামলার মাস্টারমাইন্ড জইশ জঙ্গি কামরানের নিকেশের ঘটনায় পাক আশ্রিত জঙ্গিঘাঁটিগুলিকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। কিন্তু কাশ্মীর সীমান্তের ওপারের পরিস্থিতি ক্রমেই থমথমে উঠছে বলে খবর।

জঙ্গি ঘাঁটি সরানো চলছে!

জঙ্গি ঘাঁটি সরানো চলছে!

এক সর্বভারতীয় পত্রিকার খবর অনুযায়ী, কাশ্মীর লাগোয়া পাকিস্তান সীমান্ত থেকে ধীরে ধীরে জঙ্গি ঘাঁটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চালু করেছে পাকিস্তানের ইমরান খান প্রশাসন। সম্ভবত ফের পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে,এমন আশঙ্কার জেরেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

পাল্টা হানার আশঙ্কায় পাকিস্তান!

পাল্টা হানার আশঙ্কায় পাকিস্তান!

সূত্রের দাবি, পাকিস্তানের অন্দরমহলে আপাতত ভারতের তরফে পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে। তাই জঙ্গি লঞ্চপ্য়াডগুলিকে ক্রমেই সীমান্ত থেকে সরিয়ে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

এদেশের সেনাকে ইতিমধ্যেই সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার ওপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, সেনাসূত্রের খবর , সীমান্তের ওপারে শীতকালিন ৫০ থেকে ৬০ টি পোস্ট এখনও খালি করেনি পাকিস্তান। যা অন্যান্য বছরে খালি হয়ে যায়। শোনা যাচ্ছে, সেই সমস্ত পোস্ট-এর জন্য জঙ্গিদেরও মজুত রাখতে চলেছে পাকিস্তান।

English summary
Perhaps fearing surgical strikes , Pakistan has relocated terrorists at launch pads along the Line of Control to army camps that are usually in close proximity to such facilities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X