For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালে 'কন্ট্রোল রুম' খুলে ভারতে নাশকতার পরিকল্পনা পাক গুপ্তচর সংস্থার! রিপোর্ট সামনে আসায় চাঞ্চল্য

সীমান্তে নিরাপত্তা ক্রমেই আঁটোসাটো করছে দিল্লি। বিশেষত কাশ্মীর সীমান্তকে গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থায় কোনও ফাঁক ফোঁকড় রাখা হচ্ছে না।

  • |
Google Oneindia Bengali News

সীমান্তে নিরাপত্তা ক্রমেই আঁটোসাটো করছে দিল্লি। বিশেষত কাশ্মীর সীমান্তকে গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে পাকিস্তান থেকে সহজে কিছুতেই ভারতের মাটিতে পা রাখতে পারছে না জঙ্গিরা। সীমান্তপারের অনুপ্রবেশ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে নেপাল থেকে নতুন অপারেশন শুরু করার চেষ্টা শুরু করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

 নেপালে আইএসআই-এর কন্ট্রোল রুম

নেপালে আইএসআই-এর কন্ট্রোল রুম

নেপাল সীমান্ত দিয়ে এবার জঙ্গিদের প্রবেশ পথ প্রশস্ত করছে পাকিস্তান। সেই সীমান্ত দিয়ে উত্তরপ্রদেশের পথে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার গেমপ্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা। তেমন খবর উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে।

 নেপাল রয়েছে কেন্দ্রে!

নেপাল রয়েছে কেন্দ্রে!

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নেপালে আইএসআই অপরেটিভদের সঙ্গে জঙ্গি কমান্ডারদের বেশ কয়েকবার বৈঠক হয়ে গিয়েছে। আর এই সমস্ত বৈঠক থেকে উঠে আসা গোপন তথ্য বলছে, এবার নেপাল থেকে আলাদা কন্ট্রোল রুম চালাতে চলেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।

কোন আশঙ্কা করছে জঙ্গিরা?

কোন আশঙ্কা করছে জঙ্গিরা?

রিপোর্ট বলছে, বারবার পাকিস্তানি জঙ্গিদের ভারতীয় সেনাকে নিশানা করার নির্দেশ আসছে আইএসআইয়ের উচ্চপদে আসীন কমান্ডারদের থেকে। তবে, জঙ্গিদের ওপর ভারতীয় গোয়েন্দাদের কড়া নজরদারি থাকায় জঙ্গিরা কিছুতেই নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারছেনা। ফলে এবার নেপালের পথ ধরে নতুন স্ট্র্যাটেজিতে এগোতে চাইছে পাকিস্তান।

English summary
Pakistan’s ISI gets new control room in Nepal to carry out terror activities in Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X