For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উরিতে যৌথ হামলার ছক কষেছে পাকিস্তানি সেনা-জঙ্গিরা, সামনে এল নতুন সূত্র

পাকিস্তানি সেনা তাদের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট-কে দিয়ে ভারতের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের উপরে ফের হামলার ছক কষছে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানি সেনা তাদের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট-কে দিয়ে ভারতের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের উপরে ফের হামলার ছক কষছে। এবিপির একটি রিপোর্টে তেমনই উল্লেখ করা হয়েছে। শীতের শুরুতেই ৫০ জন পাক সেনা, লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা মিলে যৌথ প্রশিক্ষণ নিচ্ছে।

ফের উরিতে যৌথ হামলার ছক কষেছে পাকিস্তানি সেনা-জঙ্গিরা

এই প্রশিক্ষণ নেওয়া হচ্ছে একেবারে সীমান্ত ঘেঁষা পাকিস্তানি এলাকায়। পাশাপাশি ৮০-৯০ জনের একটি দল মুজফফরাবাদে বিশেষ ট্রেনিং নিচ্ছে হামলার।

সূত্রের খবর, পাকিস্তানি বর্ডার অ্যাকশন ফোর্স লস্কর ও জঈশ জঙ্গিদের দিয়ে রেশিয়ান ও কাডলান গল্লি এলাকায় সীমান্তে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে উরি সেক্টরে সেনার উপরে হামলার ছক কষছে। হামলার আগে জুরা ও জব্বর উপত্যকা এলাকায় বাঙ্কার বানানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। পাক অধীকৃত কাশ্মীরের কানজালওান গ্রামে সাধারণের প্রবেশও নিষিদ্ধ হয়ে গিয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, কয়েকদিন আগেই ভালো কিছু হয়েছে। অর্থাৎ ইঙ্গিত দেন, সীমান্তে বিএসএফ জওয়ান নরেন্দ্রর সিংয়ের হত্যার প্রতিশোধ ভারত নিয়ে ফেলেছে।

রবিবার ভারতীয় সীমানার মধ্যে পাকিস্তানের হেলিকপ্টার ঢুকে পড়ে। ঘটনাটি ঘটে কাশ্মীরের পুঞ্চ জেলায়। তাতে ছিলেন পাক অধীকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দর। যদিও সেই ঘটনা তিনি অস্বীকার করেছেন।

English summary
Pakistan's BAT squad planning attack on Indian security forces at Uri sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X