আপনি কি চেষ্টা করে দেখেছেন! গুগল সার্চে 'ভিখারি' দিলেই দেখাচ্ছে ইমরানের ছবি
ছবিটা দেখে চমকে যাচ্ছেন হয়তো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটাই সব থেকে বড় রসিকতা বর্তমান সময়ে। গুগল সার্চে 'bhikhari' টাইপ করে সার্চ দিলেই এই ছবিই সব থেকে সামনে উঠে আসছে। অনেকেই ট্রোল করেছেন ইমরান খানকে। তবে গুগলের সার্চ ইঞ্চিন এইসব ছবিই হাজির করছে।

গুগলে idiot
এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও গুগলের কমপ্লেক্স অ্যাগলরিদমের মধ্যে পড়ে গিয়েছিল। সেক্ষেত্রে ইডিয়ট(idiot) দিয়ে সার্চ করলেই উঠে আসছিল হাস্যকর সব ছবি। গুগলের সিইও সুন্দর পিচাই এর ব্যাখ্যাও দিয়েছিলেন।

গুগলে bhikhari
কিন্তু ইমরানের ছবিগুলি আরও আকর্ষণীয়। বর্তমান সময়ে পাকিস্তানের এক পেঁয়াজ বিক্রেতা টুইট করে বলেছিলেন ইদের আর ৩-৪ দিন বাকি, কিন্তু বাজারের অবস্থা খারাপ। তাদের দেশ সবজি এবং পেঁয়াজের জন্য ভারতের ওপর নির্ভর করেন বলে জানিয়েছিলেন তিনি। বদলে ইমরান তাঁদের কী খাওয়াবেন, ঘাস, প্রশ্ন করেছিলেন ওই ব্যবসায়ী।

কাশ্মীর নিয়ে সম্পর্ক ছেদ পাকিস্তানের
বর্তমান সময়ে পাকিস্তান কাশ্মীর নিয়ে ৩৭০ ধারা বিলোপের পরেই ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্কে ছেদ ঘটিয়েছে। পাশাপাশি বলেছে, তাদের সেনা পুরো মাত্রায় তৈরি রয়েছে, ভারতে জবাব দেওয়ার জন্য।
এদিনে কাশ্মীর নিয়ে চিন ও পাকিস্তানের দাবিতে শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠক বসেছিল।