For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ভারতকে সংহতির বার্তা ইমরানের! করোনার বিপদে শত্রুতা ভুলল পাকিস্তান

দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান এখন একে অপরের শত্রু। একটা সময় অবিভক্ত ভারতবর্ষ ছিল, তারপর ভেঙে ভারত আর পাকিস্তান হওয়ার পর থেকেই শত্রুতার শেষ নেই। নিছক শত্রুতাই নয়, সন্ত্রাস, হিংসা, রক্তপাত, যুদ্ধ লেগেই থাকত।

Google Oneindia Bengali News

দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান এখন একে অপরের শত্রু। একটা সময় অবিভক্ত ভারতবর্ষ ছিল, তারপর ভেঙে ভারত আর পাকিস্তান হওয়ার পর থেকেই শত্রুতার শেষ নেই। নিছক শত্রুতাই নয়, সন্ত্রাস, হিংসা, রক্তপাত, যুদ্ধ লেগেই থাকত। আজন্ম সেই শত্রুতা ভুলে করোনার বিপদে ভারতীয় জনগণের পাশের থাকার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরানের সংহতির বার্তা টুইটারে

ইমরানের সংহতির বার্তা টুইটারে

গোটা বিশ্বে প্রায় দেড় বছর ধরে মারণ করোনার মহামারী চলছে। করোনার দ্বিতীয় ঢেউ ২০২১-এর এপ্রিলে আছড়ে পড়তেই দিশেহারা অবস্থা ভারতের। করোনার হানায় আক্রান্ত বাড়ছে, চলছে মৃত্যুমিছিল। এই বিপদের সময় শত্রুতা ভুলে ইমরান খান পাশে থাকার বার্তা দিয়েছেন নিজের টুইটার হ্যান্ডেলে। তিনি দিয়েছেন সংহতির বার্তা।

ভারতের পাশে দাঁড়ানোর বার্তা ইমরানের

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান খান লিখেছেন- ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চালানো জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে এবং বিশ্বের যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবতার খাতিয়ে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।

সংহতির বার্তা এলেও সীমান্ত পরিস্থিতি ভিন্ন

সংহতির বার্তা এলেও সীমান্ত পরিস্থিতি ভিন্ন

ইমরান খানের তরফে ভারতীয় জনগণের প্রতি সংহতির বার্তা এলেও সীমান্ত পরিস্থিতি একটুও পাল্টায়নি। এখনও প্রতিদিন গোলাগুলি, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। এমনকী ইমরানের সংহতির বার্তার দিনেও ভারতীয় ভুখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে পাক ড্রোন। ফলে এহেন পরিস্থিতি বদল না হলে শুধু মুখের কথায় দু-দেশের সম্পর্ক ঠিক হবে না, মনে করছেন বিশেষজ্ঞরা।

ইমরানের পাশাপাশি ভারতের পাশে বিশ্ব

ইমরানের পাশাপাশি ভারতের পাশে বিশ্ব

পাকিস্তানের প্রধানমন্ত্রী শত্রুতা ভুলে পাশে থাকার বার্তা দিয়েছেন। পাকিস্তানের মানুষও চাইছেন ভারতের পাশে দাঁড়াতে। কিন্তু পরিস্থিতি শুধু অন্তরায়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারতের পাশে থাকার আশ্বারস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মোদীর দিকে।

English summary
Pakistan PM Imran Khan gives of solidarity to Narendra Modi’s India in Corona situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X