For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল অ্যাটাকে মান খুইয়ে এখন মিথ্যা প্রলাপ বকছে পাকিস্তান

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : ভারতের করা সার্জিক্যাল অ্যাটাক সীমান্ত পেরিয়ে জঙ্গিদের উপরে হলেও তাতে চূড়ান্তভাবে ব্যাকফুটে চলে গিয়েছে পাকিস্তানের নওয়াজ শরিফের সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, আর তাই পাল্টা কোনও যুক্তি না খুঁজে পেয়ে তাই মিথ্যা প্রলাপ বকছে পাকিস্তান। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

প্রথমে পাকিস্তানের বক্তব্য ছিল, সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে নয়, সীমান্তেই গোলাগুলি চালিয়েছে ভারত। কোনও সার্জিক্যাল অ্যাটাকের ঘটনা ঘটেনি। এর পাশাপাশি অবশ্য সেদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রত্যাঘাতের বিরোধিতা করে বিবৃতি দিয়ে ফেলেছেন। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]

সার্জিক্যাল অ্যাটাকে মান খুইয়ে এখন মিথ্যা প্রলাপ পাকিস্তানের

বুধবার বিকেলের দিকে সেনার কাছে খবর আসে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছে। তারপরই জঙ্গিদের লঞ্চ প্যাডে হামলা চালায় ভারতীয় সেনা। কোনওরকম উত্তেজনা তৈরি করতে নয়, জঙ্গি দমনই এর একমাত্র উদ্দেশ্য ছিল। তবে তা না মেনে শরিফ উল্টে ভারতের সমালোচনা করেন। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

তবে এরপরই মত বদলে ফেলে পাকিস্তান। জানায়, ভারতের জঙ্গি প্রত্যাঘাতের জবাব দিয়ে ১৪জন ভারতীয় সেনাকে নিহত করেছে পাকিস্তানি সেনা। কয়েকজনকে আটকেও রাখা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি। [ভারতের 'সার্জিক্যাল অ্যাটাক' অস্বীকার পাকিস্তানের, দাবি সীমান্তে মৃত ২ পাক জওয়ান]

যদিও এমন কোনও ঘটনাই যে ঘটেনি, এবং পাকিস্তান যে বরাবরে মতো সন্ত্রাসবাদকে ধামাচাপা দিতে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, তা ভারতীয় সেনার তরফে ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারই জানা গিয়েছে, বুধবার রাতে সীমান্ত পেরিয়ে গোটা অপারেশন শেষ করে ভারতীয় সেনারা এপারে ভারতে ফিরে এসেছে।

একজন সেনারও প্রাণহানি শুধু হয়নি, তাই নয়, জঙ্গি দমন অপারেশনের পুরোটাই ভিডিও করা হয়েছে। সেই ভিডিও সেনার তরফে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে। এদিনের পাকিস্তানের মিথ্যাচারের পরে ফের একবার তাদের দেউলিয়া অবস্থা ফুটে উঠল বলেই মত ওয়াকিবহাল মহলের।

English summary
Pakistan lies, told they killed 14 Indian soldiers, Indian army dismisses statement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X