For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ৫-৬ টুকরো হবে পাকিস্তান! দাবি আরএসএস নেতার

কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জবাব দিল আরএসএস। ইমরান খান কাশ্মীরিদের কাছে অস্ত্র তুলে নিয়ে নতুন দিল্লির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জবাব দিল আরএসএস। ইমরান খান কাশ্মীরিদের কাছে অস্ত্র তুলে নিয়ে নতুন দিল্লির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। এর পাল্টা আরএসএস-এর তাত্মিক নেতা ইন্দ্রেশ কুমার বলেন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে দুর্বল হচ্ছে পাকিস্তান। অপর বিভাজনের দিকে এগিয়ে চলেছে প্রতিবেশী দেশ। বলেছেন তিনি।

বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ৫-৬ টুকরো হবে পাকিস্তান! দাবি আরএসএস নেতার

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাঁচ থেকে ছয় টুকরো হবে পাকিস্তান। জানিয়েছেন ওই আরএসএস নেতা। ১৯৪৭ কিংবা ১৯৭১-র মতো অবস্থায় নেই পাকিস্তান বলেছেন তিনি।

ভারত বিভাজনে তৈরি হয়েছিল পাকিস্তান। ১৯৭১-এর পাকিস্তান ফের বিভাজিত হয়েছিল। পাকিস্তানের যেসব অংশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে সেগুলি হল পাস্তুনিস্তান, বালোচিস্তান, সিন্ধ। তারা পাকিস্তান ভেঙে বেরিয়ে আসতে চাইছে বলে জানিয়েছেন ইন্দ্রেশ কুমার। পাকিস্তানের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। সেই জন্য দিনের পর দিন দুর্বল হচ্ছে ওই দেশ। বলেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, ভারত ইতিমধ্যেই ঘোষণা করেছে আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীরও আমাদেরই। আর সেনাও বলেছেন সেখানে জাতীয় পতাকা ওড়ানো হবে।

কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ এই স্লোগান দেওয়া এখন বন্ধ হয়ে, লাহোর ছাড়া ভারত অসম্পূর্ণ স্লোগান উঠছে বলেও মন্তব্য করেছেন তিনি।

[বড় ধাক্কা অর্জুন গড়ে! তৃণমূলে ফিরলেন আত্মীয়][বড় ধাক্কা অর্জুন গড়ে! তৃণমূলে ফিরলেন আত্মীয়]

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে জম্মু ও কাশ্মীরে ব্যাপক ভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। তিনিই কাশ্মীরের দূত হিসেবে কাজ করবেন বলেও জানান। কাশ্মীর সমস্যাকে মানবতার সংকট বলে বর্ণনা করেন তিনি। ইমরান আরও অভিযোাগ করেন ভারতের নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরের মানুষদের বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দিচ্ছে। কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর এনিয়ে দ্বিতীয়বার মুজফফরাবাদ সফর করলেন ইমরান।

[ অসম ও বাংলার মধ্যে ফারাক! কবে আসা হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব, জানালেন দিলীপ ঘোষ][ অসম ও বাংলার মধ্যে ফারাক! কবে আসা হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব, জানালেন দিলীপ ঘোষ]

English summary
Pakistan is weakening "day-by-day" and is headed towards another partition, claims RSS ideologue Indresh Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X