For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের জঙ্গিদের টার্গেটে ইউরোপও! কাশ্মীর নিয়ে ভারতের বড় জয় ইউরোপিয়ান ইউনিয়নে

অপর এক কূটনৈতিক জয় ভারতের। কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে দ্বিচারি বলে ভারতের অবস্থানকে সমর্থন করল ইউরোপিয়ান ইউনিয়ন।

  • |
Google Oneindia Bengali News

অপর এক কূটনৈতিক জয় ভারতের। কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে দ্বিচারি বলে ভারতের অবস্থানকে সমর্থন করল ইউরোপিয়ান ইউনিয়ন। ভারতের অবস্থানকে সমর্থন করতে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র। বছরের পর বছর ধরে ভারত কতগুলি জঙ্গি হামলার সম্মুখিন হয়েছে, সেই সংখ্যাটাও মিলিয়ে দেখা উচিত। দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে পাকিস্তানে হাত রয়েছে বলে বরাবর অভিযোগ করে আসছে ভারত।

পাকিস্তানের জঙ্গিদের টার্গেটে ইউরোপও! কাশ্মীর নিয়ে ভারতের বড় জয় ইউরোপিয়ান ইউনিয়নে

ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইতালির গ্রুপ অফ ইউরোপিয়ান পিপলস পার্টির তরফে ফালভিও মারটুসিলো বলেছেন, পাকিস্তান পারমানবিক অস্ত্র প্রয়োগের ভয় দেখাচ্ছে। তাঁর আরও অভিযোগ ইউরোপেও জঙ্গি হামলার ভয় দেখানো হচ্ছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অপর সদস্য তথা পোলান্ডের নেতা রিসজার্ড জারনেকি বলেন, ভারত বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র। সবারই দেখা উচিত ভারত তথা জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার দিকে। এইসব জঙ্গিরা চাঁদ থেকে নেমে আসেনি। তারা প্রতিবেশী দেশ থেকেই এসেছে। এব্যাপারে ভারতকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

[ জঙ্গিরা চাঁদ থেকে মাটিতে পড়ে না, পাকিস্তানকে তুলোধোনা ইউরোপীয় ইউনিয়নের][ জঙ্গিরা চাঁদ থেকে মাটিতে পড়ে না, পাকিস্তানকে তুলোধোনা ইউরোপীয় ইউনিয়নের]

অগাস্টের শুরুতে নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দেয়। যে ধারায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। এছাড়াও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। এরপর থেকেই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারতের জঙ্গি পারমানবিক যুদ্ধের হুঁশিয়ারিও দিচ্ছেন।

 [ পাকিস্তানির ডাকে অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বিপাকে কুমার শানু! নোটিস অলকা-উদিতকেও] [ পাকিস্তানির ডাকে অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বিপাকে কুমার শানু! নোটিস অলকা-উদিতকেও]

English summary
Pakistan is somewhere where terrorists have been able to plan bloody terrorist attacks in Europe.Alleged member of EU parliament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X