For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান শত্রু নয়! দুই দেশের সেনা ও সরকারকে একাসনে বসিয়ে সিএএ-র প্রতিবাদ

পাকিস্তান শত্রু নয়! দুই দেশের সেনা ও সরকারকে একাসনে বসিয়ে সিএএ-র প্রতিবাদ

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান কোনও শত্রু দেশ নয় এবং ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী একইরকম। বুধবার দিল্লির যন্তরমন্তরে নয়া নাগরিকত্ব আইন বিষয়ক এক সমাবেশে বিতর্কিত মন্তব্য করেন সমাজকর্মী তথা চলচ্চিত্রনির্মাতা তপন বোস। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের শাসকশ্রেণিও একইরকম। উভয়ের মধ্যে পার্থক্য নেই বললেই চলে।

পাকিস্তান শত্রু নয়!

পাকিস্তান শত্রু নয়!

তপন বোস বলেন, "পাকিস্তান শত্রু নয়। পাকিস্তানের সেনাবাহিনী আর ভারতের সেনাবাহিনী উভয়েই সমান। উভয় সেনাবাহিনীই তাদের জনগণকে হত্যা করে। তাদের মধ্যে কোনও তফাত নেই। আর দুই দেশের সরকারই একই মানসিকতা নিয়ে চলছে।

ভয় পেয়েছে বিজেপি

ভয় পেয়েছে বিজেপি

এদিন নাগরিকত্ব আইন নিয়েও সরব হন তপন বোস। তিনি বলেন, বিজেপি সরকার এবং আরএসএস ভয় পেয়েছে। যাঁরা শাহিনবাগ এবং আলিগড়ে বসে আছেন তাঁরা সংবিধানের কথা বলছেন। বিতর্কিত আইনের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ চলছে।

শাহিনবাগ থেকে যন্তরমন্তর

শাহিনবাগ থেকে যন্তরমন্তর

বুধবার শাহিনবাগের প্রতিবাদকারীদের মধ্যে শতাধিক মহিলা বিক্ষোভ সমাবেশ থেকে যন্তরমন্তরের দিকে যাত্রা করেন। তপন বোসও এই প্রতিবাদের অংশ ছিলেন। প্রতিবাদ নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে।

সিএএ ও প্রতিবাদ

সিএএ ও প্রতিবাদ

নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত সেখানে ধর্মীয় নির্যাতনের পরে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্ব পাবে।

English summary
Pakistan is not an enemy country and armies of India and Pakistan are similar. Activist and filmmaker Tapan Bose said that against the new citizenship law,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X